কোন দিকে মাথা করে শুলে বাড়ে সম্পদ, মজবুত হয় সম্পর্ক?
credit: Getty Images, Meta AI
TV9 Bangla
রাতের বেলা শোওয়ার সময় মাথা কোন দিকে রাখা উচিত? এই নিয়ে প্রাচীনকাল থেকেই বিভিন্ন শাস্ত্রে বিশেষ করে বাস্তুশাস্ত্র বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে।
বাস্তুশাস্ত্র কী বলছে?
দেহ, মনের ভারসাম্য এবং শক্তির সঞ্চার অনেকটাই নির্ভর করে ঘুমের সময় দেহের অবস্থানের উপর। না হলে ঘুমে ব্যাঘাত, মানসিক অস্থিরতা, ক্লান্তি, এমনকি দীর্ঘমেয়াদি রোগের আশঙ্কাও বাড়ে।
কী হয়?
বাস্তুশাস্ত্র মতে ঘুমের সময় দক্ষিণ দিকে মাথা রাখা সবচেয়ে শুভ। এটি শরীর ও মনের মধ্যে ভারসাম্য বজায় রাখে। যা ঘুমকে গাঢ় করে।
শুভ দিক
পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে মানবদেহের মস্তিষ্কের মেলবন্ধনের দিক অনুযায়ী দক্ষিণমুখী ঘুম রক্তচাপ ঠিক রাখে এবং হৃদপিণ্ডের উপর থেকে চাপ কমায়।
কেন শুভ?
মনে রাখবেন রাতের বেলা মাথা উত্তর দিকে রেখে ঘুমোনো উচিত নয়। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উত্তর মেরু দেহের মস্তিষ্কের চৌম্বক শক্তির সঙ্গে সংঘর্ষ করে, যার ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে। মাথাব্যথা, অস্থিরতা, এমনকি স্ট্রোকের আশঙ্কাও থাকে।
অশুভ দিক
পূর্ব দিকে মাথা রাখা অত্যন্ত শুভ। যাঁরা পড়াশোনা করেন বা মানসিক কাজের সঙ্গে যুক্ত, তাঁদের পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো বিশেষভাবে উপকারী।
পূর্ব দিক
পশ্চিম দিকে মাথা রেখে ঘুমোলে অনেকের মধ্যে আলস্য, মানসিক চাপ বা ক্লান্তি বাড়ে। মতান্তরে, নির্দিষ্ট পরিস্থিতিতে এটা ক্ষতিকর নয়, তবে দক্ষিণ ও পূর্ব দিকের তুলনায় কম উপকারী।
পশ্চিম দিক
বাস্তুশাস্ত্র মতে, বিবাহিত দম্পতিরা দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিকে মাথা করে ঘুমোলে সম্পর্ক আরও মজবুত হয় ও ভালবাসা বাড়ে।