লাফিং বুদ্ধ বা হাসিমুখে থাকা বুদ্ধ সৌভাগ্য, সমৃদ্ধি ও আনন্দের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত।
লাফিং বুদ্ধ মূর্তি
অধিকাংশ ফেং শুই বিশেষজ্ঞের মতে, সঠিকভাবে স্থাপন করলে লাফিং বুদ্ধের মূর্তি বাড়িতে রাখলে সম্পদ বৃদ্ধি, মানসিক শান্তি এবং পারিবারিক সুখ আনে।
শুভ না অশুভ?
মূর্তিকে অবহেলা করা হলে, মাটিতে ফেলে রাখা হলে, ধুলোময় বা অশুচি স্থানে রাখা হলে তার ইতিবাচক প্রভাব নষ্ট হতে পারে।
কখন অশুভ?
প্রবেশদ্বারের সামনে এমনভাবে লাফিং বুদ্ধর মূর্তি রাখতে হবে যেন ঘরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে। এটি বাড়িতে ইতিবাচক শক্তি আনে।
কোন জায়গায় রাখা শুভ?
পরিবারের সকলে ও অতিথিরা দেখতে পাবে এমন স্থানে লাফিং বুদ্ধর মূর্তি রাখলে শুভ শক্তি ছড়ায়।
লিভিং রুম বা ড্রয়িং রুমে
কাজের জায়গায় যদি লাফিং বুদ্ধর মূর্তি রাখেন, তা হলে মানসিক চাপ কমে ও কাজে সাফল্য বাড়াতে থাকে। তবে মাটিতে নয়, টেবিল বা শেলফে, বুকের উচ্চতা বা তার উপরে এই মূর্তি রাখতে হবে।
ডেস্ক বা অফিসে
এই দিককে বাড়ির 'সমৃদ্ধি ও জ্ঞানের কোণ' ধরা হয়। এখানে লাফিং বুদ্ধর মূর্তি রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।
উত্তর-পূর্ব দিক (সমৃদ্ধি ও জ্ঞান)
সম্পদ ও আর্থিক উন্নতির জন্য দক্ষিণ-পূর্ব দিকে রাখা শুভ। বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ফেং শুই থেকে প্রাপ্ত। এ বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।