19 September, 2025

পুজোর ছুটিতে বেড়াতে যাচ্ছেন পাহাড়ে? ব্যাগে রাখতেই হবে এই জিনিসগুলো

Image Credits: Pinterest 

TV9 Bangla Desk

পাহাড়ে আবহাওয়া অনেক সময় ঠান্ডা হয়। এ ছাড়া হাওয়া ঠান্ডা, তাই উষ্ণ রাখার মতো সোয়েটার, জ্যাকেট, টুপি, গ্লাভস অবশ্যই সঙ্গে নিন।

গরম পোশাক ও জ্যাকেট

পাহাড়ি পথে হাঁটার জন্য যে কোনও জুতো পরতে হয় না। তাতে পায়ে আঘাত লাগার আশঙ্কা থাকে। তাই স্পোর্টস শু বা ট্রেকিং বুট সবচেয়ে উপযুক্ত।

মজবুত জুতো

পাহাড়ে আবহাওয়া যখন তখন মুড বদলায়। মনে হতে পারে এ তো আপনার প্রেমিকা! যাই হোক পাহাড়ে গেলে তাই বৃষ্টির জন্য প্রস্তুত থাকা জরুরি।

রেইনকোট বা ছাতা

মাথাব্যথা, সর্দি, বমি ভাব, কেটে যাওয়া বা ছোটোখাটো আঘাতের জন্য প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিন। কারণ অনেক পাহাড়ি এলাকায় সহজে ওষুধের দোকান খুঁজে পাওয়া যায় না।

ওষুধপত্র ও ফার্স্ট এইড কিট

পাহাড়ি এলাকায় বেড়াতে গেলে বিদ্যুতের সমস্যা হতে পারে। তাই অন্তত মোবাইল চার্জের জন্য ভাল পাওয়ার ব্যাংক ট্র্যাভেল ব্যাগে রাখুন।

পাওয়ার ব্যাংক

পাহাড়ে সফর করার সময় শক্তি যাতে না কমে, তাই সঙ্গে বিস্কুট, বাদাম, চকলেটের মতো খাবার ও জলের বোতল রাখা জরুরি।

জল ও শুকনো খাবার

অনেকে পাহাড়ে বেড়াতে যাওয়ার সময় সানস্ক্রিন ও সানগ্লাস নিয়ে যাওয়ার প্ল্যান করেন না। ঠান্ডা আবহাওয়াতেও পাহাড়ি রোদ বেশ তীব্র, তাই ত্বক ও চোখের সুরক্ষা দরকার।

সানস্ক্রিন ও সানগ্লাস

পাহাড়ি এলাকার সব জায়গায় যে মোবাইলে নেটওয়ার্ক পাবেন, তেমনটা নয়। তাই অফলাইন ম্যাপের সাহায্য নিতে পারেন দিক ঠিক রাখতে।

ম্যাপ বা অফলাইন নেভিগেশন অ্যাপ

পাহাড়ে ভ্রমণ করার সময় সঠিক পরিচয়পত্র, ট্রেনের টিকিট/প্লেন টিকিট, হোটেল বুকিং কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখবেন।

 ট্র্যাভেল ডকুমেন্টস