বাড়বে কাজের শক্তি, আছে আরও নানা উপকারী, অফিস ডেস্কে কেন রাখবেন তুলসী গাছ?
credit: Getty Images, Tv9
TV9 Bangla Desk
অফিসে দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে শারীরিক ও মানসিক চাপ তৈরি হয়। সেই চাপ থেকেই মুক্তি দিতে অত্যন্ত কার্যকরী একটি গাছ সেটি হল তুলসী। অফিস ডেস্কে তুলসী গাছ কেবল সৌন্দর্যই বাড়ায় না। স্বাস্থ্য, মনোযোগ এবং ইতিবাচক শক্তিরও উৎস হতে পারে।
ধন্বন্তরি তুলসী
তুলসী গাছ প্রাকৃতিক এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। এটি বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ে এবং ক্ষতিকারক রাসায়নিক উপাদান যেমন কার্বন মনোক্সাইড বা ফরমালডিহাইড শোষণ করে পরিবেশকে বিশুদ্ধ করে।
বিশুদ্ধ বাতাস
অফিসে চাপ, টার্গেট বা মিটিং-এর কারণে মানসিক উদ্বেগ বেড়ে যায়। তুলসীর চারপাশে থাকা শুধু মানসিক শান্তিই দেয় না। গবেষণায় দেখা গেছে তুলসীর সুবাস কর্টিসল হরমোন কমাতে সাহায্য করে। মন শান্ত করে, ইতিবাচক শক্তি বাড়ায়।
স্ট্রেস কমায়
অফিসে মনোযোগ ধরে রাখা বড় চ্যালেঞ্জ। তুলসীর সুবাস মস্তিষ্ককে সতেজ রাখে এবং মনোযোগ বাড়ায়। নিয়মিত তুলসীর উপস্থিতিতে মাথাব্যথা বা অস্থিরতা কমে, ফলে দীর্ঘ সময় ধরে কাজ করা সম্ভব হয়।
কাজে মনোযোগ বাড়ায়
বাস্তুশাস্ত্র মতে, ডেস্কে বা অফিসের উত্তর-পূর্ব দিকে তুলসী রাখা শুভ শক্তি আনে। এটি নেতিবাচক শক্তিকে দূর করে আর্থিক সমৃদ্ধি ও কর্মজীবনে উন্নতির পথ প্রশস্ত করে।
বাস্তুদোষ দূর করে
তুলসী গাছের উপস্থিতি বাতাসে মাইক্রোবিয়াল সংক্রমণ কমায়। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ অফিসের বাতাসকে জীবাণুমুক্ত রাখে, যা কর্মীদের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।
স্বাস্থ্যের জন্য উপকারী
তুলসী গাছকে হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয়। তাই অফিস ডেস্কে তুলসী রাখলে শুধু আধ্যাত্মিক প্রশান্তিই আসে না, বরং কর্মক্ষেত্রে ইতিবাচক শক্তি ছড়ায়। এটি সহকর্মীদের মধ্যে সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখতেও সহায়ক।
ইতিবাচক শক্তি আনে
সবুজ গাছ অফিসের ডেস্কে রাখলে কর্মস্থলের পরিবেশ সতেজ ও সুন্দর হয়ে ওঠে। তুলসীর উজ্জ্বল সবুজ পাতা চোখে আরাম দেয় এবং দীর্ঘ সময় ধরে কম্পিউটার স্ক্রিনে কাজ করার ক্লান্তি কমায়।
প্রাকৃতিক স্পর্শ যোগ করে
অফিস ডেস্কে তুলসী বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত দিক থেকে অত্যন্ত লাভজনক। এটি বাতাস পরিশুদ্ধ করে, স্ট্রেস কমায়, মনোযোগ বাড়ায়, স্বাস্থ্য রক্ষা করে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে। কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বজায় রাখতে ডেস্কে একটি ছোট তুলসী গাছ রাখা কার্যকর।