31 July, 2025

জানেন প্রিয়জনকে কোন ৫ উপহার দেওয়া অশুভ?

Credit - Unsplash

TV9 Bangla

প্রিয়জনকে সেরা উপহার দিতে চান অনেকে। কিন্তু উপহার বাছাইয়ের ক্ষেত্রে সব সময় অতকিছু মাথায় থাকে না।

উপহার দেওয়া

সেই মানুষটির পছন্দের জিনিস অনেক সময় উপহারে দেওয়া হয়। বাস্তুশাস্ত্রে বেশ কিছু উপহার রয়েছে যা দেওয়া অশুভ।

কী দেবেন গিফ্ট? 

যে সকল ব্যক্তিরা বাস্তুশাস্ত্র মানেন, তাঁরা কাছের মানুষকে উপহার দেওয়ার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখতে পারেন।

বাস্তুশাস্ত্র কী বলছে? 

বেশ কিছু উপহার এমন রয়েছে, যা দিলে একে অপরের সঙ্গে দূরত্ব বাড়ে, ঝগড়া হয়।

উপহার যেন না ডাকে দুর্ভাগ্য!

প্রিয়জনকে আয়না গিফ্ট করবেন না। তা ভেঙে যাওয়া দুর্ভাগ্যের প্রতীক। উপহার হিসেবে দিলে বিশ্বাস করা হয় সম্পর্ক ভেঙে যেতে পারে। নেতিবাচক শক্তি আকর্ষিত হয়।

আয়না

বাস্তুশাস্ত্র মতে কাউকে ঘড়ি উপহার দিতে নেই। তা অশুভ। এটি সময় ফুরিয়ে আসার প্রতীক। অনেকে বলে থাকেন, ঘড়ি গিফ্ট করলে সম্পর্কের সময়সীমা শেষ হওয়ার ইঙ্গিত দেয়।

ঘড়ি

এগুলো উপহার হিসেবে দেওয়া সম্পর্কের বন্ধন কেটে যাওয়ার প্রতীক। অনেকের বিশ্বাস এগুলো গিফ্টে দিলে তিক্ততা, ঝগড়া বা বিচ্ছেদের সূচনা ঘটতে পারে।

ছুরি, কাঁচি বা ধারালো কিছু

অনেকের বিশ্বাস জুতো উপহার দিয়ে প্রিয়জন দূরে সরে যেতে পারে। এ ছাড়া খালি পার্স বা মানিব্যাগ দেওয়া অর্থাভাবের ইঙ্গিত।

জুতো ও মানিব্যাগ