23 September, 2025

কাটবে অর্থকষ্ট, জীবনে আসবে সুখ-শান্তি; নবরাত্রির সময় করুন এই কাজ

Image Credits: Pinterest, Canva

TV9 Bangla Desk

নবরাত্রির সময় ভক্তিভরে দেবী দুর্গার পুজো করতে হবে। প্রতিদিন মা দুর্গার আরতি করুন, যা সম্পদ বৃদ্ধির দরজা খুলে দেয়।

৯ দিন পুজো

নবরাত্রিতে রোজ প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপের উজ্জ্বল শিখা দেবীকে সন্তুষ্ট করবে। এ কাজ করলে ঘরে ইতিবাচক শক্তি আসবে।

প্রদীপ জ্বালান

নবরাত্রির সময়, দেবীর সামনে হলুদ কাপড়ে একজোড়া লবঙ্গ এবং সুপুরি রাখুন এবং শেষ দিনে এটিকে তুলে সিন্দুকের মধ্যে রাখুন।

 লবঙ্গ প্রতিকার 

নবরাত্রির সপ্তম, অষ্টম ও নবম দিনে দুর্গা সপ্তশতী পাঠ করতে হবে। দুর্গা সপ্তশতী মার্কণ্ডেয় পুরাণের এক অংশ। যেখানে দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনী ৭০০টি শ্লোকের মাধ্যমে বর্ণিত আছে।

দুর্গা সপ্তশতী পাঠ

নবরাত্রির সময় ঘর পরিষ্কার রাখতে হবে। পারলে ঘর সাজান। কারণ পরিষ্কার পরিবেশ দেবী লক্ষ্মীকে আকর্ষিত করে।

ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা

নবরাত্রির সময় ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে, প্রতিদিন দুটি লবঙ্গ এবং কর্পূর পোড়ান।

লবঙ্গ এবং কর্পূর পোড়ান 

নবরাত্রির সময় মাতৃদেবীকে লাল ফুল অর্পণ করুন। এর ফলে জীবনে থাকা নানা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

লাল ফুল

নবরাত্রির সময় প্রতিদিন দেবী দুর্গার উদ্দেশ্যে এক জোড়া লবঙ্গ এবং একটি গোলাপ ফুল নিবেদন করুন।

লবঙ্গ ও গোলাপ 

নবরাত্রির সময় দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে ক্ষীর নিবেদন করলে শুভ ফল মেলে। বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।

ক্ষীর নিবেদন