24 July, 2025

৬টির একটি গুণ থাকলেও ভুলেও নয় পার্টনারশিপ! ডুববে ব্যবসা, বসবেন পথে

Credit - Pinterest 

TV9 Bangla

সকলের পক্ষে একা একা সবসময় নতুন ব্যবসা চালু করা সম্ভব নয়। অনেকে যে কারণে ব্যবসা খোলার জন্য পার্টনার খোঁজেন।

ব্যবসার পার্টনার কেমন বাছবেন?

যে ব্যবসাই খুলুন না কেন, সেখানে পার্টনার বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা দরকার। কারণ এমন প্রমাণ একগুচ্ছ রয়েছে, যেখানে এক পার্টনারের জন্য ডুবে গিয়েছে ব্যবসা।

কী কী মাথায় রাখবেন? 

আপনার সামনে থাকা মানুষটির যদি মাইক্রো ম্যানেজমেন্টের অভ্যাস থাকে, তার থেকে দূরে থাকতে হবে। কারণ এই ধরনের ব্যক্তিরা সকল ছোটখাটো বিষয়ে হস্তক্ষেপ করে। তার পছন্দমতো কাজ করতে বাধ্য করেন অনেককে।

মাইক্রো ম্যানেজমেন্ট

যে ব্যক্তি নেতিবাচক কথা বলেন, সবসময় নেতিবাচকতা ছড়ান তাদের থেকে সবসময় দূরে থাকা ভালো। এই ধরনের ব্যক্তিদের ব্যবসায় সঙ্গী বানানো ঠিক নয়।

নেতিবাচকতা 

যদি আপনার ব্যবসার অংশীদার কিছু ভালো হলে ক্রেডিট নিজের নামে নেন, আর খারাপ কিছু হলে তা অন্যের দিকে ঠেলে দেন, তা হলে এই ধরনের ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে।

সব ক্রেডিট নিজে নেওয়া

যৌথ উদ্দ্যোগে ব্যবসা শুরু করার পর যদি দেখেন আপনার পার্টনার আপনার ভুল ও দোষ ধরতে ব্যস্ত, তা হলে বুঝতে হবে যে, তিনি সঠিক পথে নেই।

অতি চালাক

যাকে ব্যবসার পার্টনার বানাতে চাইছেন, তিনি যদি বিশ্বাসযোগ্য না হন এবং সেই ব্যক্তির চরিত্র যদি ভালো না হয়, তা হলে তাঁর থেকে দূরত্ব রাখাই শ্রেয়।

বিশ্বাসযোগ্য হতে হবে

যে ব্যক্তিকে আপনি ব্যবসায় পার্টনার বানাতে চাইছেন, তিনি যদি অলস প্রকৃতির হন, তা হলে তাঁর সঙ্গে ব্যবসা করে লাভ নেই। তা ডুবে যেতে পারে।

অলস