07 NOVEMBER, 2025

ব্রণ কমানো থেকে ত্বকের দাগ দূর করা... কমলালেবুর খোসাতেই হবে সব সমাধান

Image Credits:  Getty Images, Canva 

TV9 Bangla Desk

সামনেই শীতকাল। আর শীত মানেই মার্কেটে কমলালেবুর সমাহার। অনেকে শীতে নিয়মিত কমলালেবু খান।

কমলালেবুর মরসুম

কমলালেবু খাওয়ার পর অনেকে এর খোসা ফেলে দেন। এটি না করে তা দিয়ে ফেস মাস্ক বানিয়ে নেওয়া ভাল।

কমলালেবুর খোসা

 কমলালেবুর খোসা দিয়ে ভাল ভাবে মাস্ক বানিয়ে মুখে মাখলে নানা সমস্যার সমাধান হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

কমলালেবুর মাস্ক

কমলালেবুর ফেস মাস্ক বানানোর জন্য এর শুকনো খোসা (সেটি গুঁড়ো করে নিতে হবে), মধু বা টক দই লাগবে।

কমলালেবুর ফেস মাস্ক বানানোর উপকরণ

প্রথমে কমলালেবুর খোসা রোদে শুকিয়ে নিতে হবে। এরপর তা মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এরপর একটি পাত্র ২-৩ চামচ কমলালেবুর খোসার গুঁড়ো নিতে হবে।

পদ্ধতি

কমলালেবুর মিহি খোসার গুঁড়োর সঙ্গে মধু অথবা টক দই ভাল করে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে।

মিশ্রণ বানানো

কমলালেবুর খোসার ওই মিশ্রণটি মুখে এবং গলায় ভাল করে লাগাতে হবে। সেটি ২০-৩০ মিনিট রেখে দিতে হবে।

ব্যবহার

২০-৩০ মিনিট কমলালেবুর খোসার মিশ্রণ লাগিয়ে রাখলে শেষে হালকা হাতে ম্যাসাজ করে নিতে হবে। এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে।

পরিষ্কার

কমলালেবুর মাস্ক মুখে মাখলে একদিকে ত্বক উজ্জ্বল হবে, সেইসঙ্গে ব্রণ ও কালো দাগছোপ কমবে, ত্বকের মৃত কোষ দূর হবে। সপ্তাহে ১-২ বার এই ফেস মাস্ক ব্যবহার করলে ভাল ফল মিলবে।

উপকারিতা