26 September, 2025
পনির কোফতা রেসিপি: পুজোর ভোজে রাজকীয় স্বাদ
Image Credits: Pinterest
TV9 Bangla Desk
নরম নরম পনির দিয়ে বানানো কোফতা, তার উপর ঘন কাজুবাদাম-মসলা মেশানো গ্রেভি—একেবারে রাজকীয় স্বাদ এনে দেয় পাতে। উৎসবের দিনে সহজেই বানাতে পারেন এই রেসিপি।
পনির কোফতা
পনির কুরিয়ে নিন, তার সঙ্গে সেদ্ধ আলু, সামান্য কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ ও কিশমিশ/বাদাম মিশিয়ে নরম মিশ্রণ বানান।
কোফতার মিশ্রণ তৈরি
মিশ্রণ থেকে ছোট ছোট গোল বল বানান। এরপর কড়াইতে তেল গরম করে কোফতাগুলো সোনালি রঙ হওয়া পর্যন্ত ভাজুন।
কোফতার আকার দিয়ে তেলে ভাজা
একটি প্যানে ঘি/তেল গরম করে তাতে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিন। ধাপে ধাপে তৈরি হবে গ্রেভি।
গ্রেভির বেস তৈরি
কুচি করা পেঁয়াজ, আদা-রসুন বাটা ভেজে নিন। তারপর টম্যাটো কুচি, লঙ্কা বাটা দিয়ে রান্না করুন।
পেঁয়াজ-টম্যাটো ভাজা
হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে নাড়তে থাকুন, যতক্ষণ না মশলা ভাল কষে যায়।
মশলা মেশানো
ভিজানো কাজুবাদাম এ বার বেটে নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে দিন। এর ফলে গ্রেভি হবে আরও ঘন ও সমৃদ্ধ।
কাজুবাদাম পেস্ট
গ্রেভি যখন ফুটে উঠবে সেই সময় দুধ বা ক্রিম মেশান। শেষে ভাজা কোফতা দিয়ে ২-৩ মিনিট রান্না করুন।
কোফতা যোগ করা
অল্প ধনেপাতা কুচোনো বা ক্রিম দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন লুচি, ফ্রায়েড রাইস, পরোটা বা পোলাওয়ের সঙ্গে।
সাজিয়ে পরিবেশন
২৫-০৯-২৫ আজ কোন জাতকদের হবে অর্থলাভ?
ঘুরবে ভাগ্যের চাকা, দুর্গাপুজোর পঞ্চমীর দিন যদি করেন এ কাজ
নতুন কায়দা নয়, পুরনো এই রেসিপিতেই বানান নারকেল নাড়ু, মন জয় করবে সকলের
আরও ওয়েব স্টোরি