14 October, 2025
চন্দনের গুঁড়োর সঙ্গে এই সবুজ জিনিস মাখলেই ত্বকের জেল্লা ঠিকরে বেরবে
Image Credits: Pinterest, Canva
TV9 Bangla Desk
নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা দূর করে। যার ফলে ত্বক থাকে পরিষ্কার ও তরতাজা।
ত্বক পরিষ্কার রাখে
নিম এবং চন্দনের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ ব্রণ, ফুসকুড়ি এবং দাগ কমাতে খুব সাহায্য করে।
ব্রণ ও দাগ কমায়
চন্দনের কুলিং প্রভাব ত্বককে শান্ত রাখে, জ্বলুনি ভাব কমাতে সাহায্য করে এবং লালচে ভাব কমায়।
ত্বক ঠান্ডা ও শান্ত রাখে
নিম ও চন্দনের প্রাকৃতিক উপাদান ত্বকের মৃত কোষ দূর করে। পাশাপাশি ত্বককে করে মসৃণ ও কোমল।
ত্বক মসৃণ ও নরম করে
নিম ও চন্দন একসঙ্গে মাখলে প্রাকৃতিক ক্লেনজিং ও হালকা এক্সফোলিয়েশনের মাধ্যমে ত্বকের টোন হয় সমান ও উজ্জ্বল।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
নিমের অ্যান্টিসেপটিক ক্ষমতা ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। আর চন্দন ত্বককে ঠান্ডা করে।
ত্বকের সংক্রমণ রোধ করে
চন্দনের ময়েশ্চারাইজিং প্রভাব ত্বককে খুব শুকনো হতে দেয় না, সেইসঙ্গে হালকা আর্দ্রতা ধরে রাখে।
ত্বককে করে হাইড্রেটেড
উভয় উপাদান ত্বকের কোষকে পুনর্জীবিত করে, ফলে সূক্ষ্ম রেখা এবং বার্ধক্যজনিত সমস্যার প্রভাব কমে।
প্রাকৃতিক অ্যান্টি-এজিং গুণ
১ চা চামচ নিম পাউডার, ১ চা চামচ চন্দন পাউডার মিশিয়ে গোলাপজল বা দই দিয়ে পেস্ট বানান। মুখে লাগিয়ে ১০–১৫ মিনিট রাখুন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
ব্যবহারের পদ্ধতি
হেঁশেলেই লুকিয়ে ডায়াবেটিস প্রতিরোধের উপায়
মুখে এইভাবে মাখুন মধু, ত্বক হবে উজ্জ্বল-চকচকে
সকলের জন্য নয় চিয়া সিড, জানেন কাদের জন্য এটি ‘বিষ’ এর সমান?
আরও ওয়েব স্টোরি