25 October, 2025
ঘুম ভাঙতেই এই ৪ জিনিসে নজর পড়লেই মহাবিপদ! আজই সাবধান হন
Image Credits: Pinterest, Canva
TV9 Bangla Desk
ঘুম থেকে ওঠার পর আমরা কী কাজ করছি, তার উপর অনেক কিছু সত্যিই নির্ভর করে।
মানুষের দিন কেমন কাটবে নির্ভর করছে...
সকালে ওঠার পর এমন কোনও কাজ করলে বা কিছু জিনিস দেখলে মনটা ও দিনটা খারাপ কাটে। তার সঙ্গে ভাগ্যের ক্ষতিও হয়।
ঘুম থেকে উঠে কোন কাজ করবেন?
জ্যোতিষশাস্ত্র মতে সকালে ঘুম থেকে উঠে বেশ কয়েকটি জিনিস দেখা অশুভ বলে মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্র কী বলছে?
কমবেশি অনেকেই ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখেন। শাস্ত্র বলছে এই অভ্যাস খুব খারাপ। এর ফলে অকল্যাণ হয়।
আয়নায় নিজেকে দেখা
কারও বাড়িতে ভাঙা মূর্তি রাখতে নেই। শাস্ত্র বলছে এ কথা। সকালে ঘুম থেকে উঠে তাই কখনও ভাঙা মূর্তি দেখা ভাল নয়।
ভাঙা মূর্তি দেখা
ঘুম থেকে ওঠার পর অন্য কারও ছায়া দেখা খুবই অশুভ বলে মনে করা হয়। এর ফলে ভাগ্যে খারাপ প্রভাব পড়ে।
ছায়া দেখা
অনেকে রাতের খাওয়া বাসনপত্র সকালে ধোওয়ার জন্য জমিয়ে রাখেন। এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হন। সকালে ঘুম থেকে উঠে নোংরা বাসন দেখলে জীবনে অর্থকষ্ট নেমে আসে।
নোংরা বাসন দেখা
প্রতিটা মানুষ সকালে উঠে কী দেখছেন, কী করছেন, তার উপর নির্ভর করে সেই ব্যক্তির সারাটা দিন কেমন কাটবে। তাই সকালটা ধীর স্থির হয়ে শুরু করা জরুরি।
শাস্ত্র কী বলছে?
এই প্রতিবেদনের বক্তব্য হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।
বিশেষ দ্রষ্টব্য
ছট পুজোর ৪ দিন কী কী পালন হয়? নিয়মে ভুল করলেই মহাবিপদ!
ছট পুজোর প্রসাদে থাকে ঠেকুয়া, এই উপায়ে সহজেই বাড়িতে বানান
হেঁশেলে থাকা উপাদান এভাবে ব্যবহার করলেই ঠিকরে বেরবে ত্বকের জেল্লা
আরও ওয়েব স্টোরি