29 September, 2025

উজ্জ্বল ভাগ্য-অর্থ লাভ, মহাসপ্তমীতে এই রাশির জাতকদের মুখে ফুটবে হাসি

Image Credits: Pinterest

TV9 Bangla Desk

সারা দেশের নানা প্রান্তে প্রচুর মানুষ মেতেছেন দুর্গাপুজোতে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দেখতে দেখতে আজ মহাসপ্তমী। আজকের দিনটি বেশ কয়েকটি রাশির জন্য খুবই শুভ।

মহাসপ্তমী

আজ, ২৯ সেপ্টেম্বর, সোমবার। পড়েছে মহাসপ্তমী। এই তিথিতে চাঁদ ধনু রাশিতে ও বৃহস্পতির দৃষ্টি থাকায় গজকেশরী যোগ তৈরি হচ্ছে।

বিশেষ যোগ

গজকেশরী যোগ ছাড়াও এই দিনে সর্বার্থসিদ্ধি যোগ, মূল নক্ষত্র ও রবি যোগের শুভ সংযোগ রয়েছে।

আরও নানা যোগ

ধনু, মকর ও কুম্ভ এই তিনটি রাশির জাতক জাতিকাদের কপাল ঘুরে যাবে মহাসপ্তমীতে।

কোন রাশির জাতক ও জাতিকাদের লাভ হবে?

ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই যোগ খুব লাভজনক হতে পারে। তাঁরা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। পাশাপাশি তাঁরা ভাগ্যের সহায়তাও পেতে পারেন।

ধনু রাশি 

মকর রাশির জাতকদের জন্য এই যোগের ফলে অপ্রত্যাশিতভাবে অর্থ প্রাপ্তির সম্ভবনা তৈরি হয়েছে। যদি বিনিয়োগ করতে চান এই রাশির ব্যক্তিরা, তা হলে সময়টা ভাল। ও কঠোর পরিশ্রমের ফল পাবেন।

মকর রাশি 

কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্যও এই মহাসপ্তমীর দিনটি অত্যন্ত শুভ। এমন দিনে বিশেষ যোগের কারণ সৌভাগ্য বয়ে আনবে।

কুম্ভ রাশি

পঞ্জিকা অনুসারে আজ আশ্বিন শুক্লা পঞ্চমী তিথি। নবপত্রিকা স্নান করিয়ে আজ থেকে শুরু দেবী দুর্গার আরাধনা। আজ সারাদিন থাকবে সৌভাগ্য যোগের প্রভাব।

ওয়েট টিস্যুর বেশি ব্যবহার

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য