01 October, 2025 

মা কৈলাসে ফেরার আগে দশমীর দিন এই টোটকা কাজে লাগালেই পাবেন আশীর্বাদ

Image Credits: Pinterest, Canva 

TV9 Bangla Desk

আজ ১ অক্টোবর নবমী। আর রাত পোহালেই দুঃখের দশমী। দেবী উমা ফিরবেন কৈলাসে। তার আগে দেবী দুর্গার আশীর্বাদ পেতে চাইলে মানতে হবে কয়েকটি টোটকা।

দশমীর বিষাদ

জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি কাটাতে চাইলে এবং অর্থকষ্ট দূর করতে চাইলে বিজয়া দশমীর দিন দেবীকে অপরাজিতা ফুল অর্পণ করতে হবে।

দেবী দুর্গার কৃপা

দশমীর পুজো শেষ হলে দেবীর ঘটে থাকা একখানা পদ্মফুল নিতে হবে। সেটি হলুদ কাপড়ে মুড়ে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রেখে দিলে অর্থকষ্ট কমবে।

পদ্মফুল

দশমীর দিন যদি সম্ভব হয়, তা হলে দেবী দুর্গার পুজোর পর কোনও এর রাম মন্দিরে যাওয়ার চেষ্টা করুন। সেখানে প্রদীপ জ্বালালে ভাল ফল পাবেন।

প্রদীপ জ্বালানো

 দেবী বরণ করতে যাওয়ার সময় যে সিঁদুর নিয়ে যাবেন, তা দেবীর পায়ে অর্পণ করতে হবে। এই সিঁদুর সারা বছর ব্যবহার করলে ভাল ফল পাবেন।

সিঁদুর

বিজয়া দশমীর দিন কুকুরকে বেসনের লাড্ডু খাওয়াতে পারেন। এ কাজ শুভ বলে মনে করা হয়। অর্থকষ্টের পাশাপাশি দেবীর আশীর্বাদ সারা বছর বজায় থাকবে।

লাড্ডু

বিজয়া দশমীর দিন সন্ধেবেলা লক্ষ্মীপুজো করতে হবে। সেই সময় মা লক্ষ্মীকে নারকেল অর্পণ করতে হবে। ওই নারকেল লকারে রাখলে ধন-সম্পত্তি বাড়বে।

লক্ষ্মীপুজো

বিজয়া দশমীর দিন একটি নারকেল একখানা হলুদ রঙের পরিষ্কার কাপড়ে মুড়ে রাম মন্দিরে দিয়ে আসতে হবে। তা হলে জীবনের বাধা কেটে যাবে।

জীবনে উন্নতি চাইলে

এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।

বিশেষ দ্রষ্টব্য