14 NOVEMBER, 2025

লম্বা ও মজবুত চুল চাই? এই সবজির রসেই সমাধান

Image Credits:  Getty Images, Canva 

TV9 Bangla Desk

আলুর রসে ভিটামিন বি, সি ও নায়াসিন থাকে। যা চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। এতে চুল স্বাভাবিকের তুলনায় দ্রুত লম্বা হতে সাহায্য করে।

ভিটামিন সমৃদ্ধ

এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মাথার ত্বকের ময়লা ও তেল জমা দূর করে। পরিষ্কার স্ক্যাল্পে নতুন চুল জন্মাতে সুবিধা হয়।

স্ক্যাল্প পরিষ্কার রাখে 

আলুর রসে থাকা মিনারেল চুলের ফলিকল শক্তিশালী করে। ফলে চুল ভেঙে যাওয়া বা অতিরিক্ত পড়া কমে।

চুলের গোড়া শক্ত করে 

আলুর রস স্কাল্পের শুষ্কতা কমিয়ে খুশকির সমস্যা হ্রাস করে। খুশকি কমলে চুল বৃদ্ধিও স্বাভাবিকভাবে বাড়ে।

খুশকি কমাতে সাহায্য করে

নিয়মিত আলুর রস লাগালে নিস্তেজ চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে। উজ্জ্বল ও মজবুত চুল ভাঙে কম, ফলে দ্রুত লম্বা হয়।

চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে

আলুর রসে থাকা স্টার্চ চুলের বৃদ্ধির হার বাড়ায়। এটি চুলের ফলিকল সক্রিয় করে নতুন চুল গজাতে সহায়তা করে।

হেয়ার গ্রোথ স্টিমুলেট করে

চুল রুক্ষ বা ফ্রিজি হলে আলুর রস তার গঠন ও টেক্সচার উন্নত করে। মসৃণ চুল কম ভাঙে, ফলে লম্বা হতে সময়ও কম লাগে।

টেক্সচার উন্নত করে

ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট চুলের রুটে পুষ্টি জোগায়। এতে চুল ঝরা কমে এবং চুল সুস্থভাবে বাড়তে পারে।

চুল পড়া কমায়

যাদের স্ক্যাল্প খুব তেলতেলে, তাদের জন্য আলুর রস দারুণ কাজ করে। তেল নিয়ন্ত্রণে থাকলে স্কাল্পে ইনফেকশনের সম্ভাবনা কমে এবং হেয়ার গ্রোথ বাড়ে।

অয়েল কন্ট্রোল করে