নেটিজ়েনদের অনেকেই তমান্নার ছিপছিপে চেহারা দেখে কটাক্ষ করতে শুরু করেছেন। অনেকের দাবি ম্যাজিক পিল খেয়েই এই আকর্ষণীয় চেহারা বানিয়েছেন তমান্না।
এই বদলের নেপথ্যে কী?
নির্মেদ পেট নিয়ে 'গফুর' এ পারফর্ম করার পর সমালোচনার তির ধেয়ে এসেছে তমান্নার দিকে। এ বার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।
মুখ খুললেন তমান্না
অভিনেত্রী জানান, হিন্দি ছবির দর্শকদের কাছে বিষয়টা নতুন মনে হলেও দক্ষিণে তিনি ১০০-রও বেশি ছবিতে কাজ করে এসেছেন।
তমান্না কী বললেন?
অভিনেত্রী তমান্না ভাটিয়া জানিয়েছেন, তাঁর জীবনে কোনও লুকিয়ে রাখার মতো বিষয় নেই। খেতে ভালবাসেন তিনি।
লুকোছাপায় নেই তমান্না
তমান্না জানান, তিনি জমিয়ে ডাল-ভাত খান। আর খাওয়ার পর পেটের মেদ বাড়ার ফলে উদ্বেগে ভোগেন। কিন্তু খাওয়া কমাতে পারেন না।
খাওয়ার পর মেদ বাড়ে, তারপর...
কোনও কৃত্রিম পদ্ধতি অবলম্বন করেননি। ১৫ বছর বয়স থেকে কাজ করছেন। তিনি জানান, ২০ বছরে এক রকম চেহারা ছিল, ৩০ বছর পর আর এক রকম চেহারা হয়েছে। সিন্ধি পরিবারের মেয়ে, তাই খেতে ভালবাসেন।