রূপচর্চার সামগ্রী কিনতে গেলে একগাদা টাকা খরচ হয়। যত দিন এগোচ্ছে নিত্যনতুন প্রসাধনী মার্কেটে আসছে। দাবি থাকছে ত্বকের জেল্লা ঠিকরে বেরবে। তবে দাম আকাশছোঁয়া।
রূপচর্চার সামগ্রী
অনেকটা দাম দিয়ে কেনা প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায়।
পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভবনা
প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ নানা প্রসাধনী বাজারে মেলে। হরেক রকম পণ্যের নানা কাজ। এত খরচ না করে হাতের কাছে বরফ থাকলে অন্য পথে হাঁটতে পারেন।
নানা পণ্যের নানা কাজ
ফ্রিজে থাকা বয়ফ ত্বকের হাজার সমস্যার সমাধান করতে পারে। ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় বরফ। এতে বয়সের ছাপও প্রতিরোধ করা যায়। সঙ্গে ত্বকের প্রদাহ কমে।
বরফেই সমাধান
প্রথমত সাধারণ বরফই মুখে ঘষতে পারেন। তাতে ওপেন পোরস সমস্যা দূর হবে। মেকআপ করার আগে মুখে বরফ ঘষতে পারেন, তা হলে মেকআপ দীর্ঘক্ষণ ঠিক থাকবে।
সাধারণ বরফ
দুটো গ্রিন টিয়ের ব্যাগ ডুবিয়ে চা বানান। চা ঠান্ডা হলে বরফ জমানোর ট্রেতে ঢেলে ফ্রিজে রাখুন। রোদ থেকে বাড়ি ফিরে গ্রিন টিয়ের বরফ কিউব মুখে লাগাতে পারেন। তাতে বয়সের ছাপ পড়বে না।
বিশেষ বরফ
ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করতে এটি ব্যবহার করতে পারেন। জলে কফি গুলে বরফ জমান। রাতে ঘুমনোর আগে মুখের উপর কফির বরফ ঘষতে হবে। ১০ মিনিট রেখে মুখ ধুতে হবে। চাতে ত্বকে টানটান থাকবে।
কফির বরফ
অ্যালোভেরার পাতা থেকে তাজা জেল বের করে মিক্সিতে ব্লেন্ড করুন। তাতে তুলসী পাতা বেটে মিশান। এই মিশ্রণটি ট্রেতে ঢেলে বরফ জমান। প্রতিদিন এই বরফ মুখে ঘষলে ব্রণর সমস্যা হবে না।