15   August, 2025

ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখেন? বাস্তুশাস্ত্র মতে এটি শুভ না অশুভ?

TV9 Bangla

Credit -  Canva, Pinterest 

বেশিরভাগ মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর আয়নার নিজের মুখ দেখেন। বাস্তুশাস্ত্র মতে এমনটা করা ঠিক না ভুল, জানেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

আয়নায় নিজের মুখ দেখা

বাস্তুশাস্ত্র মতে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আয়নায় মুখ দেখা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক সকালে আয়নায় মুখ দেখলে কী কী হয়?

বাস্তুশাস্ত্র কী বলছে?

দিন শুরু করার জন্য বাস্তুশাস্ত্রে নানা নিয়মের কথা উল্লেখ রয়েছে। সকালে ঘুম থেকে ঈশ্বর দর্শনে শুভ ফল মেলে, বাস্তুশাস্ত্র এমনটাই বলে।

কীভাবে করবেন দিন শুরু?

বলা হয়, ঘুম থেকে উঠে হাতের তালু দেখলেও শুভ হয়। বাস্তুশাস্ত্র মতে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কেউ যদি নিজের মুখ আয়নায় দেখেন, তা হলে স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়তে পারে।

স্বাস্থ্যে প্রভাব

যখন কোনও ব্যক্তি ঘুম থেকে ওঠে, সেই সময় তাঁর শক্তি সবচেয়ে কম থাকে। তাই ওই সময় আয়নার দিকে তাকালে মন অস্থির হয়ে ওঠে।

মন অস্থির হয়!

এমনটা বিশ্বাস করা হয় যে, রাতে আয়নার কাছে নেতিবাচক শক্তি জমা হয়, তাই সকালে আয়নার দিকে তাকালে সেই ব্যক্তির উপর নেতিবাচক প্রভাব পড়ে।

নেতিবাচক শক্তির মাত্রা বৃদ্ধি

সকালে ঘুম থেকে উঠে যদি আয়নার দিকে তাকানো হয়, তা হলে মনে অস্থিরতা তৈরি হতে পারে। তাই বাস্তুশাস্ত্র কোনওভাবেই সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখা শুভ বলে মনে করা হয় না।

অশুভ!

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য