28 September, 2025

দুর্গা পুজোর সময় প্রথম বার মদ খেতে চলেছেন, কী কী মাথায় রাখবেন?

Image Credits: Pinterest, Canva

TV9 Bangla Desk

খালি পেটে বা অসুস্থ অবস্থায় মদ খাবেন না। এতে শরীর দ্রুত খারাপ হতে পারে।

শরীরের অবস্থা বুঝে সিদ্ধান্ত নিন

একেবারে জোরাল মদ বা বেশি পরিমাণ দিয়ে খাওয়া শুরু করবেন না। প্রথমে কম অ্যালকোহলযুক্ত পানীয় (বিয়ার, ওয়াইন ইত্যাদি) চেষ্টা করতে পারেন।

অল্প পরিমাণে শুরু করুন

মদ খাওয়ার আগে ও মাঝে প্রচুর জল খান। পাশাপাশি হালকা নোনতা খাবার রাখুন, এতে শরীরে অ্যালকোহলের প্রভাব কিছুটা কমে।

জল ও খাবার খেতে হবে

প্রথম বার মদ খেলে একবারে এক গ্লাস শেষ করবেন না। সময় নিয়ে ধীরে ধীরে মদ্যপান করতে হবে।

ধীরে ধীরে চুমুক দিন

 একা প্রথমবার মদ্যপান করা ঠিক নয়। বিশ্বস্ত বন্ধু বা পরিবারের লোকজন সঙ্গে থাকলে বিপদের আশঙ্কা কমে।

বন্ধুদের সঙ্গে থাকা ভাল

যখন কেউ প্রথম বার মদ খাবেন, সেই সময় একসঙ্গে বিভিন্ন ধরনের মদ খাবেন না। এর ফলে শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

ভিড় এড়িয়ে চলুন

 শরীর যখন বলছে আর নয়, তখন জোর করবেন না। থেমে যাওয়া উচিত। মদ খাওয়ার পর গাড়ি চালানো একেবারেই ঠিক নয়।

সীমা ঠিক করে নিন

প্রথমবার মদ খেলে হ্যাংওভার হতে পারে। তাই পরদিন কাজ বা ভ্রমণের চাপ থাকলে মদ্যপান এড়ানোই ভাল।

পরদিনের প্রভাবের কথা মাথায় রাখুন