28 September, 2025
বার বার টিস্যু দিয়ে মুখ মোছেন, এর ফলেই ব্রণ বাড়ছে না তো!
Image Credits: Pinterest, Canva
TV9 Bangla Desk
আজকাল অনেকে দ্রুত ত্বক পরিষ্কারের জন্য ওয়েট টিস্যু ব্যবহার করেন। কিন্তু অতিরিক্ত ব্যবহারে ত্বকের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে।
ওয়েট টিস্যুর বেশি ব্যবহার
ওয়েট টিস্যুতে থাকা অ্যালকোহল ও কেমিক্যাল ত্বক শুষ্ক করে দিতে পারে। তাই প্রয়োজন ছাড়া অতিরিক্ত ব্যবহার নয়।
রাসায়নিকের প্রভাব
পরিষ্কার ত্বক পাওয়ার আশায় যদি কেউ ঘন ঘন ওয়েট টিস্যু দিয়ে মুখ মোছেন, তা হলে প্রটেকটিভ অয়েল লেয়ার ভেঙে যায়।
ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়
ওয়েট টিস্যুতে থাকা সুগন্ধি বা প্রিজারভেটিভ থেকে ত্বকে লালচে ফুসকুড়ি এবং চুলকানি হতে পারে।
অ্যালার্জির ঝুঁকি
যদি কেউ পরিষ্কার ত্বক পাওয়ার আশায় বারবার ওয়েট টিস্যু ব্যবহার করেন, তা হলে পোরস বন্ধ হয়ে ব্রণ বাড়তে পারে।
অ্যাকনে বাড়াতে পারে
কোনও কিছুই যেমন বেশি খাওয়া শরীরের জন্য ভাল নয়, তেমনই ত্বকের জন্যও অতিরিক্ত ওয়েট টিস্যুর ব্যবহার ভাল নয়। তাতে হাইড্রেশন নষ্ট হয়ে ত্বক রুক্ষ হয়।
ত্বকের আর্দ্রতা কমে যায়
যখনই ত্বক বেশি শুষ্ক হবে তারপর ফাইন লাইন ও রিঙ্কলস দেখা দেবে। পাশাপাশি এটি ইকো-ফ্রেন্ডলি নয়। ত্বকের ক্ষতির পাশাপাশি পরিবেশেও দূষণ বাড়ায়।
বয়সের ছাপ তাড়াতাড়ি পড়ে
যারা অ্যালার্জি প্রবণ, অর্থাৎ যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তাদের জন্য ওয়েট টিস্যুর বেশি ব্যবহার ক্ষতির সম্ভাবনা দ্বিগুণ করে।
সেন্সিটিভ ত্বক ক্ষতিগ্রস্ত হয় বেশি
ধুলো-ময়লা, মেকআপ বা সানস্ক্রিন ঠিকমতো তুলতে পারে না। তাই যদি কেউ ভেবে থাকেন এটি প্রতিদিনের ক্লিনজার, তা হলে ভুল করছেন।
প্রতিদিনের ক্লিনজারের বিকল্প নয়
বড়মার মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থা চালু, কবে-কোন সময় পাবেন?
ঘুরবে ভাগ্যের চাকা, দুর্গাপুজোর পঞ্চমীর দিন যদি করেন এ কাজ
রাতভর ঠাকুর দেখে বাড়ি ফিরে মেক আপ তুলছেন তো! নইলে মুশকিলে পড়বেন
আরও ওয়েব স্টোরি