08 September, 2025 

নোংরা চিরুনি দিয়ে চুল আঁচড়ান? যে ক্ষতি ডাকছেন...

Credit - Pinterest, Canva 

TV9 Bangla

চিরুনিতে জমে থাকা ধুলো, নোংরা মৃত কোষ আর তেল মাথায় ছড়িয়ে পড়ে। যার ফলে খুশকি দ্রুত বাড়তে থাকে।

খুশকি বাড়িয়ে তোলে

নোংরা চিরুনিতে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মায়। এগুলো চুল আঁচড়ানোর সময় স্ক্যাল্পে গিয়ে যখন ঠেকে, তাতে চুলকানি, ফুসকুড়ি বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে।

স্ক্যাল্প ইনফেকশন হতে পারে

নোংরা চিরুনি ব্যবহার করলে ময়লা ও জীবাণু জমে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। এর ফলেই অকালেই চুল ঝরতে শুরু করে।

চুল পড়া বেড়ে যায়

পরিষ্কার না করা চিরুনির ধুলো ও তেল চুলে লেগে যায়। এর ফলে চুল নিস্তেজ, ভারী এবং অত্যন্ত নিস্প্রভ দেখায়।

চুল হয়ে যায় নির্জীব

নোংরা চিরুনি দিয়ে চুল আঁচড়ালে তাতে থাকা পুরোনো তেল চুলে ছড়িয়ে পড়ে, ফলে স্ক্যাল্পে তেলের স্তর জমে গিয়ে রন্ধ্র বন্ধ হয়ে যায়।

স্ক্যাল্পে অতিরিক্ত তেল জমে

নোংরা চিরুনি দিয়ে চুল আঁচড়ালে তাতে থাকা তেল আর ময়লার কারণে চুল থেকে অস্বস্তিকর দুর্গন্ধ ছড়াতে শুরু করে।

চুলে দুর্গন্ধ তৈরি হয়

ময়লা চিরুনি দিয়ে আঁচড়ালে চুলে স্টিকি ভাব আসে। এর ফলে চুল সহজে জট পাকিয়ে যায় ও ভাঙতে শুরু করে।

চুলে জট পাকায় বেশি

শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করলেও নোংরা চিরুনির কারণে আবার চুলে ময়লা জমে যায়। ফলে চুলের যত্নে করা সব পরিশ্রম নষ্ট হয়ে যায়।

হেয়ার কেয়ার প্রোডাক্টের কার্যকারিতা নষ্ট হয়

চুলের স্বাস্থ্যের জন্য ভাল ও পরিষ্কার চিরুনি ব্যবহার করা প্রয়োজন। এতে চুল থাকবে স্বাস্থ্যকর, উজ্জ্বল আর ঝলমলে।

 নিয়মিত চিরুনি পরিষ্কার করা যেমন জরুরি