21 September, 2025
ঘুমনোর আগে ত্বকে লাগান এই জিনিস, ৭ দিনে তফাৎ নজরে পড়বে
Image Credits: Pinterest, Canva
TV9 Bangla Desk
রাতে স্কিন সেল রিপেয়ার হয়। আর নাইটক্রিম সেটিকে আরও কার্যকর করে তোলে।
ত্বকের মেরামত প্রক্রিয়া বাড়ায়
শুষ্ক ত্বককে হাইড্রেট করতে, নরম ও মসৃণ রাখতে সাহায্য করে নাইট ক্রিম। নিয়মিত ঘুমনোর আগে তা ব্যবহারের অভ্যাস গড়তে হবে।
গভীর আর্দ্রতা জোগায়
সূক্ষ্ম রেখা, বলিরেখা ও বয়সের ছাপ কমাতে সাহায্য করে নাইট ক্রিম। রোজ রাতে ঘুমনোর আগে ভাল করে এটি লাগাতে হবে।
বার্ধক্য রোধ করে
প্রতিদিন রাতে ঘুমনোর আগে নাইট ক্রিম ব্যবহার করলে ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ে, ফলে ত্বক টাইট হয়।
ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়
পিগমেন্টেশন ও অ্যাকনের দাগ হালকা করতে সাহায্য করে নাইটক্রিম। ত্বকের ধরন অনুযায়ী নাইট ক্রিম বেছে নিন।
কালো দাগ ও দাগছোপ হালকা করে
রোজ রাতে সঠিক পরিমানে নাইট ক্রিম ব্যবহার করলে অসমান ত্বকের রঙ ঠিক হয় এবং উজ্জ্বলতা ফিরে আসে।
ত্বকের টোন সমান করে
নাইট ক্রিমের মধ্যে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের গভীরে কাজ করে। এর ফলে জেল্লা ঠিকরে বেরোয়।
পুষ্টি জোগায়
ঠিক করে নাইট ক্রিম ব্যবহার করলে চোখের চারপাশের কালো দাগ এবং ফোলাভাব কমাতে সাহায্য হয়।
ডার্ক সার্কেল কমায়
নিয়মিত রাতে ঘুমনোর আগে নাইট ক্রিম ব্যবহার করলে সকালে ত্বক উজ্জ্বল, মসৃণ ও সতেজ দেখতে লাগে।
সকালে ফ্রেশ লুক দেয়
দেবী দুর্গাকে কোন দেবতা দিয়েছিলেন কোন অস্ত্র?
দুর্গাষ্টমীতে শাড়ি পরার প্ল্যান করছেন? এই ট্রিকস ট্রাই করতে পারেন
নবরাত্রির প্রথম দিন হয় শৈলপুত্রীর পুজো, কোন মন্ত্রোচ্চারণ করবেন?
আরও ওয়েব স্টোরি