গরম জলে ১০–১৫ মিনিট পা ডুবিয়ে রাখুন। এতে ময়লা নরম হবে ও পেশি রিল্যাক্স করবে। এ বার পা পরিষ্কার করতে হবে। হালকা ব্রাশ বা পিউমিস স্টোন দিয়ে গোড়ালি ও আঙুলের ফাঁক পরিষ্কার করুন।
পদ্ধতি
পায়ের উপরের অংশ, পায়ের তালু ও গোড়ালিতে তেল লাগান। আঙুলের ডগা দিয়ে হালকা চাপ দিয়ে গোল করে ঘোরান। গোড়ালি ও তালুর মাঝের অংশে একটু বেশি চাপ দিন। শেষে তোয়ালে দিয়ে মুছে নিন।