8 August, 2025

রাখি বাঁধার সময় ভাইকে কোনদিকে বসাবেন?

TV9 Bangla

Credit -  Canva 

সারাদেশ জুড়ে ৯ অগস্ট পালিত হবে রাখিবন্ধন উৎসব। এমন দিনে দিদিরা ভাইয়ের হাতে রাখি পরায়। পাশাপাশি দাদাদের হাতেও বোনেরা রাখি পরায়।

রাখিবন্ধন

রাখি বাঁধার সময় শুভক্ষণের পাশাপাশি দিকের বিষয়টিও মাথায় রাখতে হবে। কারণ ভুল দিকে বসে রাখি বাঁধলে দাদা, ভাইয়ের জীবনে সুখ নষ্ট হতে পারে।

শাস্ত্রমতে দিক

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাখি বাঁধার সময় বোনেদের উচিত পশ্চিম দিকে মুখ করে বসা। এবং ভাইদের উচিত পূর্ব দিকে মুখ করে বসা।

কোন দিক শুভ?

রাখি বাঁধার জন্য পূর্ব দিকটিকে সবচেয়ে শুভ মনে করা হয়। অবশ্য পূর্ব ছাড়া উত্তর দিকে মুখ করে বসেও রাখি বাঁধা যায়।

পূর্বদিক শুভ

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্বদিকে ঈশ্বররা বাস করেন। তাই ওই শুভ দিকে বসে রাখি বাঁধা হলে তার প্রভাবে ভাই-বোনের জীবনে ঈশ্বরের আশীর্বাদ বজায় থাকে।

ঈশ্বরের বাস পূর্বদিকে

সূর্যোদয় হয় পূর্বদিকে। সূর্য নতুন সূচনা, জীবনশক্তি এবং ইতিবাচক শক্তির প্রতীক। দাদা, ভাই পূর্ব দিকে মুখ করে বসে রাখি পরলে সূর্যের ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় তাঁদের মধ্যে।

ইতিবাচক শক্তি

পূর্বদিকে মুখ করে বসে পুজো বা শুভকর্ম করলে ভাল ফল মেলে। তাই ওই দিকে বসে রাখি বাঁধলে বোনের প্রার্থনা কাজ করে বেশি।

ধর্মীয় শাস্ত্র যা বলছে

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য