30  September, 2025

অষ্টমীর রাতে শাড়ির সঙ্গে নেবেন কোন ব্যাগ? রইল টিপস

Image Credits: Pinterest

TV9 Bangla Desk

হালকা ও চিকন শাড়ির সঙ্গে ছোট ক্লাচ সবসময়ই এলিগ্যান্ট লাগে। পার্টি বা ফেস্টিভ লুকের জন্য বেস্ট।

ক্লাচ ব্যাগ

এমব্রয়ডারি বা ঝলমলে পটলি ব্যাগ শাড়ির সঙ্গে একেবারে রাজকীয় আভা দেয়। বিয়ে বা রিসেপশনে দারুণ মানায়। পাশাপাশি পুজোতেও অসাধারণ লুক দেয়।

পটলি ব্যাগ

মেটালিক বা স্টোনওয়ার্ক বক্স ক্লাচ শাড়িকে আধুনিক টাচ দেয়। পাশাপাশি স্মার্ট ও স্টাইলিশ লুক চাইলে এটি আদর্শ।

বক্স ক্লাচ

সিম্পল কটন বা হ্যান্ডলুম শাড়ির সঙ্গে মিনিমাল ডিজাইনের স্লিং ব্যাগ খুব কিউট ও ক্যাজুয়াল লাগে।

স্লিং ব্যাগ

ফেস্টিভ বা ককটেল শাড়ির সঙ্গে ছোট মেটাল চেইন ব্যাগ গ্ল্যামারাস ফিনিশ দেয়। পুজোর সাজ তাই পূর্ণ করলে নিতে পারেন এই ব্যাগ।

মেটাল চেইন ব্যাগ

ভারী কাজ করা শাড়ির সঙ্গে হ্যান্ড এমবেলিশড ব্যাগ মানানসই। এতে পুরো লুক হবে অত্যন্ত নজরকাড়া।

এম্বেলিশড হ্যান্ডব্যাগ

অফিস বা ফর্মাল লুকের জন্য শাড়ির সঙ্গে ছোট লেদার মিনি ব্যাগ নিলে ক্ল্যাসি ও স্মার্ট দেখায়। পুজোর সময়ও এটি বেছে নিতে পারেন।

লেদার মিনি ব্যাগ

হ্যান্ডমেড বা জুট ব্যাগ গ্রামীণ ছোঁয়া দেয়। সিল্ক বা খাদির শাড়ির সঙ্গে বেশ মানানসই এই ব্যাগ।

জুট বা ফ্যাব্রিক ব্যাগ

শাড়ির বর্ডার বা ব্লাউজের রঙ মিলিয়ে ব্যাগ বেছে নিলে লুক হয় একেবারে পরিপূর্ণ। ফলে শাড়ির রং দেখে যে কোনও পছন্দ মতো ব্যাগ বেছে নিতে পারেন।

রঙ মিলিয়ে ব্যাগ