কথায় কথায় রেগে অগ্নিশর্মা হলে কী করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন...
Image Credits: Bhajan Marg X
TV9 Bangla Desk
বৃন্দাবনের অন্যতম জনপ্রিয় আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ। সারা দেশে তাঁর প্রচুর ভক্ত। তাঁর সৎসঙ্গে রোজ প্রচুর ভক্তরা ভিড় জমান।
জনপ্রিয় গুরু প্রেমানন্দ মহারাজ
প্রেমানন্দ মহারাজের সৎসঙ্গে এক ৭-৮ বছরের বাচ্চা ছেলে জানায়, ছোট ছোট কথায় সে রেগে যায়। এ অভ্যাস ছাড়তে তার কী করা উচিত।
রাগ সংবরণ
প্রথমে সেই ছোট্ট বাচ্চা ছেলেটিকে প্রেমানন্দ মহারাজ জিজ্ঞাসা করেন, সারাদিনে সে কী কী কাজ করে।
প্রেমানন্দ মহারাজের পরামর্শ
ওই বাচ্চা ছেলেটিকে প্রেমানন্দ মহারাজ জিজ্ঞাসা করেন যে, সে রাধা নাম জপ করে কি না। উত্তরে ছেলেটি জানায়, ৪-৫ হাজার বার জপ করে।
রাধা নাম জপ
ছেলেটির কথা শুনে প্রেমানন্দজি বলেন, 'যখন রাধারানির নাম বেশি নাম জপ করবে, তখন নিজের মধ্যে শান্তি আসবে।'
প্রেমানন্দজি যা বললেন...
প্রেমানন্দ মহারাজ ওই ছেলেটিকে বলেন, 'ছোট ছোট বিষয়ে যদি রাগ হয়, তা হলে বুঝতে হবে সেই ব্যক্তির মলিন হৃদয়। তাই নাম জপ আরও বেশি করতে হবে।'
বিশেষ পরামর্শ
প্রেমানন্দ মহারাজ বাচ্চা ছেলেটিকে প্রশ্ন করেন, সে রোজ মা-বাবাকে প্রণাম করে কি না।
মা-বাবাকে সম্মান জানানো
ছেলেটিকে প্রেমানন্দ জানান, মা-বাবার পা প্রতিদিন ছুঁতে হবে। সাধু-সন্তদের প্রণাম করতে হবে। খারাপ কথা যেন সে না বলে। আর সাধু-সন্তদের দেখলে শ্রী হরিবংশ বলতে হবে।
প্রণাম
এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।