29 September, 2025
মহাষ্টমীতে পুষ্পাঞ্জলি দেবেন? মা দুর্গার আশীর্বাদ পেতে মানুন এই নিয়ম
Image Credits: Pinterest, X
TV9 Bangla Desk
আজ, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মহা অষ্টমী। এই দিনে প্রতি মণ্ডপে তিথি অনুযায়ী হয় পুষ্পাঞ্জলি। যে কোনও পুজোর প্রধান অঙ্গ পুষ্পাঞ্জলি।
পুষ্পাঞ্জলি
মহা অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় উপোস করে থাকতে হবে। সেটা যদি একান্তই না পারেন, তা হলে কিছু ফল খাওয়া যেতে পারে।
উপোস
অষ্টমীর সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরতে হয়। ঠাকুরের কাছে এরপর বসে তিনবার হাতে গঙ্গাজল নিয়ে আচমন করতে হয়।
সকাল সকাল স্নান
এরপর হাতে ফুল নিতে হবে। এরপর তিনবার পুষ্পাঞ্জলির মন্ত্র পড়ে ঠাকুরের চরণে তা অর্পন করতে হবে।
ফুল অর্পন
'ওম সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্ব্যকে গৌরী নারায়ণী নমস্তুতে।' এটি বলে অঞ্জলি শেষ করতে হবে।
প্রণাম মন্ত্র
প্রতিটি মেয়ে মা দুর্গার অংশ। তাই মৃন্ময়ী প্রতিমার পুজোর পাশাপাশি কুমারী ও ছোট মেয়েদের পুজো হয়। যাকে বলা হয় কুমারী পুজো।
কুমারী পুজো
মহা অষ্টমীর অঞ্জলি দেওয়ার পর দেবী দুর্গাকে লাল কিংবা হলুদ বস্ত্র প্রদান করতে হবে। তা হলে মনের ইচ্ছেপূরণ হয়। দেবী দুর্গা হলুদ ফুল দেওয়াও শুভ।
লাল বা হলুদ বস্ত্র
মহাষ্টমীর দিন পারলে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। সঙ্গে ঘি এর প্রদীপ জ্বালাতে হবে। পাশাপাশি লাল বা হলুদ সুতো মাকে নিবেদন করে তা হাতে পরতে হবে।
নিরামিষ আহার
এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
বিশেষ দ্রষ্টব্য
বড়মার মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থা চালু, কবে-কোন সময় পাবেন?
ঘুরবে ভাগ্যের চাকা, দুর্গাপুজোর পঞ্চমীর দিন যদি করেন এ কাজ
রাতভর ঠাকুর দেখে বাড়ি ফিরে মেক আপ তুলছেন তো! নইলে মুশকিলে পড়বেন
আরও ওয়েব স্টোরি