3 August, 2025
বর্ষাকালে ফ্রিজে তাপমাত্রা কত রাখতে হবে?
Credit - Pixabay, Unsplash, Pinterest
TV9 Bangla
ফ্রিজ এমন এক যন্ত্র, যা কমবেশি সকলের বাড়িতে প্রতি মরসুমেই চলে। বর্ষাকালে ফ্রিজের তাপমাত্রা সঠিকভাবে সেট করা খুব জরুরি
ফ্রিজের গুরুত্ব
বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকে। যে কারণে এই সময় যে কোনও খাবার অত্যন্ত দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
বর্ষাকালের পরিবেশ
ফ্রিজের (Refrigerator Compartment) তাপমাত্রা রাখতে হবে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস।
বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত?
৩-৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ফ্রিজের তাপমাত্রা থাকলে দুধ, সবজি, রান্না করা খাবার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস ভালভাবে সংরক্ষিত থাকবে।
সঠিক তাপমাত্রা কেন জরুরি?
বর্ষায় ডিপ ফ্রিজারের (Freezer Compartment) তাপমাত্রা হবে -১৮-২৩ ডিগ্রি সেলসিয়াস।
বর্ষায় ডিপ ফ্রিজারের তাপমাত্রা কত রাখা উচিত?
মাছ, মাংস সঠিকভাবে জমিয়ে রাখার জন্য এই তাপমাত্রা সবচেয়ে ভাল। বর্ষায় বেশি বার ফ্রিজ খুলবেন না।
ডিপ ফ্রিজারে কী কী রাখা ভাল?
গরম খাবার ঠান্ডা না করে ফ্রিজে রাখবেন না। ফ্রিজে রাখার আগে খাবার ঢেকে রাখুন। সবজির ড্রয়ারে শুকনো কাগজ রেখে দিন, তাতে আর্দ্রতা কমবে।
বর্ষাকালে ফ্রিজ ব্যবহারের টিপস
বর্ষায় ফ্রিজে কিছু না রাখলেও তা পরিষ্কার করা জরুরি। না হলে ফ্রিজ থেকে স্যাঁতস্যাতে গন্ধ বের হতে পারে।
মাথায় রাখবেন
অগস্ট মাসে জন্ম হওয়া ব্যক্তিরা কেমন চরিত্রের হন?
ভয়ের স্বপ্ন দেখে কেঁপে উঠছেন! কেন হচ্ছে এমন? প্রেমানন্দ মহারাজ বলছেন…
বৃষ্টিতে ল্যাপটপ ভিজে গেলে কী করবেন?
আরও ওয়েব স্টোরি