16 September, 2025
ব্যবসা ফুলে ফেঁপে উঠবে, বিশ্বকর্মা পুজোর দিন যদি করেন এ কাজ
Credit - PTI, X, Canva
TV9 Bangla
দেবশিল্পী বিশ্বকর্মার পুজো বুধবার, ১৭ সেপ্টেম্বর। এই দিনে ব্যবসায় উন্নতি করতে চান? মেনে চলতে হবে কয়েকটি জিনিস।
দেবশিল্পীর পুজো
জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ কিছু টোটকা রয়েছে, যা মেনে চললে ব্যবসায় উন্নতি হবে।
বিশ্বকর্মা পুজোর দিন টোটকা
একখানা হলুদ কাপড়ের উপর বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি স্থাপন করতে হবে।
বিশ্বকর্মা মূর্তি কীভাবে স্থাপন করবেন?
বিশ্বকর্মা মূর্তির সামনে একখানা জলপূর্ণ ঘটিতে কিছুটা আতপ চাল, একখানা সুপুরি, সাদা চন্দন, ফুল ও সাদা সর্ষে দিতে হবে।
আর কী কী রাখবেন?
বিশ্বকর্মা পুজোর দিন সকালে স্নান সেরে যে কোনও যানবাহন ভাল করে পরিষ্কার করে নিতে হবে। এরপর সকল যন্ত্রপাতি ও যানবাহনের পুজো করতে হবে।
সব যন্ত্র পরিষ্কার
বিশ্বকর্মা পুজোর সময় নৈবেদ্যর থালাতে যে সকল জিনিস সাজান না কেন, সেখানে অতি অবশ্যই রাখা জরুরি একখানা বাতাবি লেবু।
বিশ্বকর্মা পুজোর ফল
দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর দিন মূর্তির হাতে একটা ঘুড়ি দিতে হবে। পুজো শেষে সেই ঘুড়ি ব্যবসার স্থানে রাখতে হবে।
বিশ্বকর্মা ঠাকুরকে ঘুড়ি
এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।
বিশেষ দ্রষ্টব্য
বিছানার পাশে এই সব জিনিস রাখেন? এখনই সরান, নইলে জীবনে বড় বিপদ হবে!
বিশ্বকর্মা পুজোর নৈবেদ্যের থালায় কোন ফল মাস্ট?
বাড়িতে পেয়ারা গাছ রয়েছে? জানেন বাস্তুশাস্ত্র মতে এটি শুভ না অশুভ
আরও ওয়েব স্টোরি