18 September, 2025

বছরের শেষ সূর্যগ্রহণ ২ দিন পর, কী মাথায় রাখবেন?

Image Credits: Canva, Pinterest 

TV9 Bangla Desk

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে আগামি রবিবার, ২১ সেপ্টেম্বর। সেদিন মহালয়া। হবে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা।  

সূর্যগ্রহণ

২০২৫ এর শেষ সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী ২১ সেপ্টেম্বর রাত ১০টা ৫৯ মিনিটে শুরু হবে। শেষ হবে ২২ সেপ্টেম্বর ভোর ৩টে ২৩ মিনিটে। 

ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ কখন?

বছরের শেষ গ্রহণে সূর্যের প্রায় ৮৫.৫ শতাংশ অংশ চাঁদের দ্বারা ঢাকা পড়বে সর্বোচ্চ সময়।

গ্রহণের তীব্রতা

অ্যান্টার্কটিকা, নিউজিল্যান্ড ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলিতে এই গ্রহণ দৃশ্যমান হবে।

প্রধানত কোথায় দেখা যাবে?

আসন্ন সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না বলেই শোনা যাচ্ছে। এই গ্রহণ পূর্ণগ্রাস নয়। খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হবে।  

ভারতে গ্রহণ দেখা যাবে?

চন্দ্র যখন নিজের কক্ষপথে সূর্য ও পৃথিবীর মধ্যে এমন অবস্থায় অবস্থান করে যাতে সূর্যের কিছু অংশ আড়ালে থাকে, সম্পূর্ণ নয়, সেই সময় হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ।

খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কী?

বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, সূর্যগ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো ভাল নয়।

খালিচোখে সূর্যগ্রহণ দেখবেন না 

বিজ্ঞানীদের মতে সূর্যগ্রহণ নিরাপদে দেখার জন্য নির্দিষ্ট চশমা পরতে হবে। এ ছাড়া ঠিক মতো ফিল্টার করা টেলিস্কোপ ব্যবহার অপরিহার্য।

টেলিস্কোপের ব্যবহার

এ বছরের শেষ চন্দ্রগ্রহণটি যেহেতু ভারতে দেখা যাবে না, তাই ভারতে সূতককালও প্রযোজ্য হবে না।

সূতককাল প্রযোজ্য হবে?