17  August, 2025

হাতের লাল ধাগা হয়েছে সাদা, কোন দিন পাল্টানো শুভ আর কবে অশুভ?

Credit - Pinterest, X

TV9 Bangla

হিন্দুদের বিশ্বাস হাতে লাল ধাগা পরলে সব অমঙ্গল দূর হয়। অনেকের বিশ্বাস হাতে যে ব্যক্তি লাল ধাগা পরেন, তিনি অশুভ শক্তির হাত থেকে নিরাপদে থাকেন।

লাল ধাগা পরা

অনেক সময় লাল ধাগা পরতে পরতে রঙ চটে সাদা হয়ে যায়। সেই সময় তা পরিবর্তনের প্রয়োজন হয়ে থাকে।

লাল ধাগার রঙ বদল

জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, ধাগা পরিবর্তন করার সময় কিছু জিনিস মাথায় রাখা উচিত। কোন দিন তাগা পরিবর্তন করা শুভ, সেটিও বলা আছে।

লাল ধাগা পরিবর্তন

যে কোনও পূজোর পর, আচার বা শুভ অনুষ্ঠানের পরে লাল সুতো / তাগা / ধাগা হাতে পরিয়ে দেন পুরোহিত বা পণ্ডিতরা।

তাগা বা ধাগা বাধা

শাস্ত্র মতে লাল সুতো বা ধাগাকে রক্ষাকবচ বলা হয়। অনেকের বিশ্বাস যে হাতে লাল সুতো বাঁধলে জীবনের সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।

ধাগা যখন রক্ষাকবচ!

জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গলবার ও শনিবার ফ্যাকাসে লাল ধাগা পরিবর্তন করা উচিত। সপ্তাহের এই দুটো দিনকেই ধাগা বদলের শুভ দিন বলে মনে করা হয়।

কবে লাল সুতো বদলাবেন?

পুরনো লাল ধাগা পরিবর্তন করার পরে সেটি অশ্বত্থ গাছের নীচে রেখে দিতে পারেন। এ ছাড়া সেটি কোনও পুকুর বা নদীতে ভাসিয়ে দিতে পারেন।

পুরনো সুতো দিয়ে কী করবেন?

যেখানে সেখানে হাতে পরা পুরনো লাল তাগা ফেলবেন না। তা হলে বিপদের মাত্রা বহুগুণ বেড়ে যায়।

কী মাথায় রাখবেন?

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য