30 September, 2025
স্টাইলিশ শর্ট ড্রেসের সঙ্গে পারফেক্ট হেয়ারস্টাইল, নবমীর রাতে হন মধ্যমণি!
Image Credits: Pinterest
TV9 Bangla Desk
পুজোর সময় স্টাইলিশ শর্ট ড্রেসের সঙ্গে ওপেন হেয়ার রেখে সফট কার্ল করলে ড্রেসি লুক হবে গ্ল্যামারাস।
সফট কার্লস
নতুন এবং স্টাইলিশ শর্ট ড্রেসের সঙ্গে হাই পনিটেল অত্যন্ত স্মার্ট, কুল আর ইয়ুথফুল একটা লুক দেয়।
হাই পনিটেল
যদি নেকলাইন হাইলাইট করতে চান, তা হলে সুন্দর শর্ট ড্রেসের সঙ্গে মেসি বান একদম পারফেক্ট। ট্রাই করতেই পারেন।
মেসি বান
আধা খোলা, আধা বাঁধা চুলে স্টাইলিশ অথচ কিউট লুক পাওয়া যায়। তাই নবমীর রাতে শর্ট ড্রেস যদি পরেন, এই হেয়ারস্টাইল ট্রাই করতে পারেন।
হাফ-আপ হাফ-ডাউন
ফ্রন্টে ছোট ব্রেইড করে ক্রাউন বানালে ফেস্টিভ ভাইবস বাড়বে। আর অনেক ভিড়ের মাঝেও আপনি হতে পারবেন নজরকাড়া।
ব্রেইডেড ক্রাউন
জেল বা সিরামের সাহায্যে স্লিক ব্যাক হেয়ার করলে মডার্ন ও বোল্ড লুক ফুটে উঠবে। তাই একটা নজরকাড়া শর্ট ড্রেসের সঙ্গে ভাল যাবে এই হেয়ারস্টাইল।
স্লিক ব্যাক হেয়ার
চুল একপাশে নিয়ে হালকা ওয়েভ করলে এলিগ্যান্ট আর গর্জিয়াস লুক আসবে। এই হেয়ারস্টাইল ট্রাই করতে পারেন।
সাইড-সোয়েপ্ট ওয়েভস
ইউনিক ও মজাদার লুক চাইলে বাবল পনিটেল একদম মানানসই শর্ট ড্রেসের সঙ্গে। এই হেয়ারস্টাইল করতে বেশি সময় ব্যয় হয় না।
বাবল পনিটেল
ছোট হেয়ারপিন, স্টোন ক্লিপ বা ফ্লোরাল অ্যাকসেসরিজ ব্যবহার করলে উৎসবের লুক আরও উজ্জ্বল হবে।
অ্যাকসেসরাইজড হেয়ারস্টাইল
পুজোয় নতুন জুতো পরে ফোস্কা? রাতারাতি আরাম পেতে মানুন এই টিপস
বাড়িতে সহজে বানান বোটক্স জেল, ত্বকের জেল্লা সকলের নজর কাড়বে
ত্বকে দ্রুত উজ্জ্বলতা চাই? কফিই করবে ম্যাজিক
আরও ওয়েব স্টোরি