19 October, 2025 

দিওয়ালির সময় কোন কোন জিনিস দেখলে বুঝবেন জীবনে শুভ সময় আসছে?

Image Credits: Pinterest

TV9 Bangla Desk

ধনতেরাস থেকে শুরু হয়ে যায় দীপাবলি। ৫ দিন ধরে এই উৎসব পালিত হয়। এমন সময় বেশ কিছু জিনিস দেখা খুব ভাল এবং শুভ বলে মনে করা হয়।

শুভ সময়

কার্তিক মাসের অমাবস্যা তিথি দীপান্বিতা অমাবস্যা নামে পরিচিত। শাস্ত্র বলছে এই দিন বেশ কিছু জিনিস দেখলে মা লক্ষ্মীর আশীর্বাদ মিলবে।   

অমাবস্যা তিথি

দিওয়ালির সময় কোনও জলাধারে পদ্মফুল ফুটে থাকতে দেখা শুভ। স্বপ্নে বা বাস্তবে কোনও জলাধারের মধ্যে এমন সময় পদ্মফুল দেখলে জীবনে সমৃদ্ধি আসে।

পদ্মফুল

হিন্দু ধর্মে পেঁচাকে মা লক্ষ্মীর বাহন বলে মনে করা হয়। ধনতেরাস, ভূত চতুর্দশী ও দীপাবলির দিন পেঁচা দেখার অর্থ হাতে টাকা আসতে চলেছে।

পেঁচা 

টিকটিকির টিকটিক ডাক শুনলে অনেকেই বলেন সত্যি কথা বলা হচ্ছে। পাশাপাশি দীপাবলির দিন টিকটিকি দেখতে পাওয়া শুভ বলে মনে করেন অনেকে।

 টিকটিকি 

অনেকের ধারনা কাক অশুভ বার্তা দেয়। কিন্তু এমনটা নয়। দীপাবলির সময় কাক দেখতে পাওয়া শুভ লক্ষণ বলেই মনে করা হয়। অনেক সময় পূর্বপুরুষরা কাকের মাধ্যমে বার্তা পাঠায় বলে মনে করা হয়।

কাক

দীপাবলি মানেই আলোর উৎসব। এমন দিনে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে আমরা পরিবারের সকলের মঙ্গল কামনা করি।

আলোর উৎসব

শাস্ত্রে উল্লেখ রয়েছে প্রদীপের শিখায় সকলের ভাগ্য ঘোরে। অশুভ শক্তিরা দূর হয়। জীবনে সুখের দিন আসে।

প্রদীপ জ্বালানো

এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।

বিশেষ দ্রষ্টব্য