17 September, 2025

নিস্তেজ ত্বকে ফেরাবে প্রাণ, এভাবে কাজে লাগান ভিটামিন E

Image Credits: Canva, Pinterest 

TV9 Bangla Desk

প্রতিদিনের খাবারে ভিটামিন ই যুক্ত করা মানেই সুস্থ, সুন্দর ত্বকের সহজ সমাধান মিলবে।

রোজের খাবারে ভিটামিন ই 

ভিটামিন ই মাখলে বা খেলে এরদিরে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে, পাশাপাশি অকাল বার্ধক্য প্রতিরোধ করে।

অ্যান্টিঅক্সিডেন্ট

ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেলে শুষ্ক ত্বক ধীরে ধীরে মসৃণ হয়ে ওঠে। এবং ত্বক অত্যন্ত কোমলও রাখে।

ত্বকের আর্দ্রতা বজায় রাখে

ভিটামিন ই সমৃদ্ধ খাবার UV রশ্মির প্রভাব হ্রাস করে সূর্যের ক্ষতির হাত থেকে ত্বককে রক্ষা করে।

সূর্যের ক্ষতি কমায়

ব্রণ বা সূর্যের কারণে হওয়া কালো দাগ ছোপ কমাতে সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল।

দাগ ও কালো ছোপ হালকা করে

যে ব্যক্তির ভিটামিন ই গ্রহণ করার অভ্যাস রয়েছে, তাঁর ছোটখাটো কাটা-ছেঁড়া দ্রুত সারতে সাহায্য করে।

ক্ষত সারাতে সহায়ক

ভিটামিন ই এর শক্তি কোলাজেন উৎপাদন বাড়ানো। যার ফলে অল্প বয়সেই ত্বক ঝুলে পড়বে না।

ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়

ভিটামিন ই ঠিক মতো ব্যবহার করলে চুলকানি বা জ্বালাভাব প্রশমিত করে। সেইসঙ্গে তারুণ্যদীপ্ত ত্বক পাওয়া যায়।

ত্বকের প্রদাহ কমায়

শুষ্ক ঠোঁট ও চোখের নীচের কালো দাগ হালকা করতে কার্যকর ভিটামিন ই। এ ছাড়া ভিটামিন ই ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে।

ঠোঁট ও আন্ডার-আই কেয়ার