20 September, 2025
সুখী জীবন চাইলে মহালয়ার দিন ভুলেও করবেন না এই কাজ
Image Credits: PTI
TV9 Bangla Desk
মহালয়ার দিনটি যতই শুভ হোক না কেন, এমন দিনে কোনও শুভ কাজ করা একেবারেই উচিত নয়।
মহালয়ার দিন শুভ হলেও কী করবেন না?
শাস্ত্র বলছে মহালয়ার তিথিতে কোনও নতুন জিনিস, বিশেষ করে বাড়ি, গাড়ি, বাড়ি সাজানোর জিনিস কেনা উচিত নয়।
নতুন জিনিস কেনা
মহালয়ার দিন ভুল করলেও চুল, দাড়ি এবং নখ কাটা উচিত নয়। তা হলে জীবনে দুঃখ ধেয়ে আসবে।
এই কাজ একেবারেই নয়, নইলে বিপদ...
মহালয়ার দিন কেউ সাহায্য চাইলে তাকে খালি হাতে ফেরাবেন না। নিজের সাধ্যমতো কিছু দেওয়ার চেষ্টা করবেন।
সাহায্য চাইলে ফেরাবেন না
মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশে অনেকেই ভোগ নিবেদন করেন। তাতে আমিষ খাবার রাখবেন না। এদিন আমিষ খাবার না খাওয়াও ভাল।
আমিষ খাবার নয়
এমন দিনে বেশি বেলা অবধি ঘুমনো ভাল নয়। শাস্ত্র বলছে মহালয়ার দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে হবে।
কী কী করবেন মহালয়ার দিন?
মহালয়ার দিন ভোরবেলায় তর্পণ করা ভাল। খালি পেটে তর্পণ সেরে নিতে হবে। আর তর্পণের সময় পরণে যেন সাদা ধুতি থাকে।
তর্পণ করা
যদি সম্ভব হয়, তা হলে মহালয়ার দিন পশুপাখিতে কিছু না কিছু খাওয়ানো ভাল। তাতে শুভ ফল মেলে।
পশুপাখিকে পারলে খাওয়ান
এই প্রতিবেদনের বক্তব্য পুরাণ ও হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।
বিশেষ দ্রষ্টব্য
দেবী দুর্গাকে কোন দেবতা দিয়েছিলেন কোন অস্ত্র?
শরীর-মন ভাল রাখতে চান? ঘুম থেকে উঠে করুন এ কাজ
শ্বাসকষ্টের সমস্যা আছে? এই সব খাবার ছুঁয়েও দেখবেন না
আরও ওয়েব স্টোরি