নবরাত্রির ৯ দিন কোন দেবীর পুজো হয়, কোন আশীর্বাদ পাওয়া যায়? – TV9Bangla
21 September, 2025
নবরাত্রির ৯ দিন কোন দেবীর পুজো হয়, কোন আশীর্বাদ পাওয়া যায়?
Image Credits: Pinterest
TV9 Bangla Desk
নবরাত্রি হল দেবী দুর্গার আরাধনার উৎসব। যেখানে প্রতিটি দিন ভিন্ন রূপে দেবীর পূজা করা হয়। এই নয়দিনে দেবীর ৯টি রূপ জীবনের আলাদা আলাদা দিককে প্রতিফলিত করে।
নবরাত্রির ৯ দিনে দেবীর পূজো
নবরাত্রির প্রথম দিন এই দেবীর পূজো ভক্তিভরে করলে জীবনে স্থিরতা আসে এবং সেইসঙ্গে শক্তি লাভ হয়।
প্রথম দিন – শৈলপুত্রী
নবরাত্রির দ্বিতীয় দিন ব্রহ্মচারিণীর পুজো হয়। দ্বিতীয়ায় দেবী ব্রহ্মচারিণীর পুজো করলে ভক্তি, অধ্যবসায় ও আত্মসংযমের আশীর্বাদ মেলে।
দ্বিতীয় দিন – ব্রহ্মচারিণী
নবরাত্রির তৃতীয় দিন দেবী চন্দ্রঘণ্টার পুজো হয়। তৃতীয়ায় দেবী চন্দ্রঘণ্টার পুজো করলে সাহস, ভয় থেকে মুক্তি ও শান্তি পাওয়া যায়।
তৃতীয় দিন – চন্দ্রঘণ্টা
নবরাত্রির চতুর্থ দিন দেবী দুর্গা কুষ্মাণ্ডার রূপে পুজিত হন। 'কু' শব্দের অর্থ কম। 'উষ্মা' হল উষ্ণতা। এই দেবীর পুজো করলে স্বাস্থ্য, শক্তি ও জীবনীশক্তির বোধ হয়।
চতুর্থ দিন – কুষ্মাণ্ডা
নবরাত্রির পঞ্চম দিন দেবী দুর্গার পুজো হয় স্কন্দমাতা রূপে। এই দেবীর পুজো করলে মাতৃত্বের স্বাদ মেলে, সন্তানের মঙ্গল হয় ও সমৃদ্ধি আসে।
পঞ্চম দিন – স্কন্দমাতা
নবরাত্রির ষষ্ঠ দিন দেবী দুর্গা কাত্যায়নী রূপে পুজিত হন। এই দেবীর পুজো করলে বিবাহ ও দাম্পত্য জীবনে সুখ-শান্তি আসে।
ষষ্ঠ দিন – কাত্যায়নী
নবরাত্রির সপ্তম দিন দেবী দুর্গার পুজো হয় কালরাত্রি রূপে। এই দেবীর পুজো করলে জীবন থেকে নেতিবাচক শক্তি দূর হয়। এবং তাঁর ভক্তকে দেবী রক্ষা করেন।
সপ্তম দিন – কালরাত্রি
নবরাত্রির অষ্টম দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন মা দুর্গা মহাগৌরী রূপে পূজিত হন। সৌন্দর্য, পবিত্রতা ও জীবনশুদ্ধির আশীর্বাদ দেন।
অষ্টম দিন – মহাগৌরী
নবরাত্রির নবম দিন দেবী দুর্গার পুজো হয় সিদ্ধিদাত্রী রূপে। দেবী তাঁর ভক্তদের জ্ঞান, সিদ্ধি, আধ্যাত্মিক শক্তি ও পরম শান্তি দান করেন।