19 September, 2025

শনিতে শুরু সুপার ফোর, চোখ বুলিয়ে নিন এশিয়া কাপের পয়েন্ট টেবলে

Image Credits: PTI

TV9 Bangla Desk

চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বের আজ শেষ ম্যাচ। তাতে মুখোমুখি হবে ভারত ও ওমান। সূর্যকুমারের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ইতিমধ্যেই সুপার ফোরে পৌঁছে গিয়েছে। গ্রুপ-এ-র শীর্ষে ভারত।

ভারত কোথায়?

সলমন আঘার নেতৃত্বাধীন পাকিস্তান গ্রুপ-এ-র দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রুপ পর্বে পাকিস্তান ৩ ম্যাচের ২টিতে জিতেছে, হেরেছে ১টিতে।

পাকিস্তান কোথায়?

গ্রুপ-এ-র পয়েন্ট টেবলের তিনে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ পর্বে ৩ ম্যাচের ১টিতে হার ও ২টিতে জয়ের মুখ দেখেছে UAE।

সংযুক্ত আরব আমিরশাহি কোথায়?

গ্রুপ-এ-এর চার নম্বরে রয়েছে ওমান। তারা গ্রুপ পর্বে ২টি ম্যাচে খেলে ২টিতেই হেরেছে। আজ, শুক্রবার রাতে ভারতের বিরুদ্ধে ম্যাচ ওমানের।

ওমান কোথায়? 

গ্রুপ-বি-এর শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। তারা গ্রুপ পর্বে ৩টি ম্যাচ খেলে ৩টিতেই জিতেছে। সেইসঙ্গে সুপার ফোরেও পৌঁছে গিয়েছে।

শ্রীলঙ্কা কোথায়?

গ্রুপ -বি-এর দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ গ্রুপ পর্বে ৩টি ম্যাচ খেলে ২টিতে জিতেছে এবং ১টিতে হেরেছে।

বাংলাদেশ কোথায়? 

গ্রুপ-বি এর তিন নম্বরে রয়েছে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান। তারা ৩ ম্যাচ খেলে ১টিতে হেরেছে, জিতেছে ২টিতে।

আফগানিস্তান কোথায়?

গ্রুপ-বি এর চতুর্থ স্থানে রয়েছে হংকং। ইয়াসিম মুর্তজার নেতৃত্বাধীন হংকং গ্রুপ পর্বে ৩টি ম্যাচে খেলে ৩টিতেই হেরেছে।

হংকং কোথায়?

২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর। পরের দিন অর্থাৎ ২১ তারিখ ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সুপার ফোর চলবে ২৬ সেপ্টেম্বর অবধি। আর টুর্নামেন্টের ফাইনাল ২৮ সেপ্টেম্বর।

সুপার ফোর