আসছে শীত, রইল কলকাতার কাছে পিঠে ৯টি জমজমাট পিকনিক স্পটের হদিস
Image Credits: Chatgpt collection
TV9 Bangla Desk
কলকাতার সবচেয়ে পরিচ্ছন্ন ও সাজানো স্পট। বিশাল জলাশয়, লেকের ধারে বসে রান্নাবান্না, পাশাপাশি নানান অ্যাক্টিভিটি—সাইকেলিং, বোটিং, টয় ট্রেন। বড় গ্রুপের জন্য আদর্শ।
ইকো পার্ক (নিউ টাউন)
গঙ্গার ঢেউ আর ঠান্ডা বাতাস—পিকনিকের মুড এক ঝটকায় বদলে দেবে। শহরেই হলেও পরিবেশটি বেশ শান্ত। ছোট গ্রুপ বা পরিবারদের জন্য উপযুক্ত।
মিলেনিয়াম পার্ক
পরিসরটি বেশ খোলা, লেকের ধারে রান্না করা যায়। শীতের রোদে নরম ঘাসে দারুণ আড্ডা জমে।
শিশিরকুঞ্জ / মাঝেরহাট লেকের ধারে পিকনিক স্পট
বড় মাঠ, রান্নার ব্যবস্থা, খোলা পরিবেশ—কর্পোরেট বা বড় পরিবার নিয়ে যাওয়ার জন্য আদর্শ।
বারাসাতের কাছে তেতুলিয়া / হাটখোলা পিকনিক স্পট
নদীতীর বরাবর বেশ কিছু ছোট পিকনিক-স্পট রয়েছে। গঙ্গার ধারে শীতের রোদ। জমজমাট আড্ডা আর খাওয়াদাওয়া, মিলেমিশে হয় একাকার।
বাবুঘাটের ওপারে নৌকা করে বাগবাজার-দিকের নদীতীর
নিউ টাউন-এর কাছেই পরিষ্কার-পরিচ্ছন্ন, সাজানো মাঠ। রান্নার জায়গা, খেলার মাঠ—সবই রয়েছে।
রাজারহাটের কাছে মোটিভেশন পার্ক / পিকনিক গার্ডেন
এখানে গাছগাছালি, লেক, প্রশস্ত মাঠ—সব মিলিয়ে এক আদর্শ পিকনিক পরিবেশ। ঐতিহাসিক গুরুত্বও রয়েছে।
ব্যারাকপুর মঙ্গলপাণ্ডে পার্ক
হুগলি নদীর ধারে এই অঞ্চলটি শান্ত, ছায়াঘেরা ও ভীষণ মনোরম। পরিবার নিয়ে বা ছোট গ্রুপে কাটানোর জন্য আদর্শ।
গরাপ গাছতলা / চন্দননগর–বাঁশবেরিয়া রিভারসাইড
কলকাতার এক ঐতিহ্যবাহী সবুজ অরণ্য। বিশাল আকালের নানা গাছ, লেক--- প্রাকৃতিক পরিবেশে একদম “ক্লাসিক” পিকনিক।