‘বালিকা বধূ’র জীবনে নতুন মানুষ! তিনি কে জানেন?

- রঙিন ঘাগরা, কুন্দন জুয়েলারি, জোড়া ভুরুর মাঝে একটা ছোট্ট টিপ, হাত ভর্তি চূড়ি আর হাসি মুখ। ঠিক এভাবেই হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’র (balika Vadhu) ‘আনন্দী’কে চিনতেন দর্শক।
- ‘আনন্দী’ অর্থাৎ অভিকা গৌর (Avika Gor), এখন ২৩ বছরের যুবতী। সদ্য নিজের মনের মানুষকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
- “অবশেষে আমার প্রার্থনার ফল মিলেছে। আমার জীবনের ভালবাসার মানুষকে আমি খুঁজে পেয়েছি!” ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেমিক মিলিন্দ চান্দওয়ানির (Milind Chandwani) সঙ্গে পরিচয় করিয়ে দিলেন হিন্দি টেলিভিশন অভিনেত্রী অভিকা গৌর।
- “আমাদের সকলেরই এমন পার্টনার প্রয়োজন, যে আমাকে বুঝবে, বিশ্বাস করবে, অনুপ্রেরণা দেবে, উন্নতি করতে সাহায্য করবে এবং যত্ন নেবে। কিন্তু আমাদের অনেকেরই মনে হয়, একটা মানুষের মধ্যে কি এত গুণ থাকা সম্ভব? তাই সত্যিই ওকে পেয়ে আমার স্বপ্ন পূরণ হল। আমার আজ যেমন অনুভূতি হচ্ছে, আমি প্রার্থনা করব, আপনাদের সকলের যেন সেই অনুভূতি হয়”, লিখেছেন অভিকা।
- মিলিন্দ পেশায় এনজিও ক্যাম্প ডায়রিজের প্রতিষ্ঠাতা । তাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনার ব্যবস্থা করেন মিলিন্দ।
- রিয়ালিটি শো ‘রোডিজ’-এও এংশ নিয়েছিলেন মিলিন্দ। প্রেমে পড়লেও এখনই বিয়ের কথা ভাবছেন না এই জুটি। সোশ্যাল পোস্টে তা স্পষ্ট করে দিয়েছেন অভিকা।
- মিলিন্দের এনজিও-র একটি ওয়ার্কশপেই অভিকার সঙ্গে প্রথম দেখা হয়। সেখান থেকেই প্রেমে পড়ার শুরু। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, চলতি বছরের গোড়া থেকেই ডেট করছেন তাঁরা।
- গত মার্চে অভিকার জন্মদিনে মিলিন্দের পোস্টে প্রথম তাঁদের সম্পর্কের আভাস পাওয়া যায়। এতদিন পরে সরাসরি প্রেমের কথা স্বীকার করে নিলেন অভিকা।
- গোয়ায় বেড়াতে গিয়েছিলেন মিলিন্দ-অভিকা। সেখানকার একটি ছবি শেয়ার করে ভালবাসার কথা স্বীকার করে নিয়েছেন মিলিন্দও।
- ২০০৮-২০১০ পর্যন্ত হিন্দি টেলিভিশন দর্শকের কাছে অভিকার পরিচয় ছিল ‘বালিকা বধূ’র কেন্দ্রীয় চরিত্র আনন্দী। তাঁর অভিনয়ের তুমুল প্রশংসা হয়েছিল দর্শক মহলে। পরবর্তীতে ‘শ্বশুরাল সিমরান কা’, ‘রাজকুমার আরিয়ান’এর মতো প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন। ‘ঝলক দিখলা জা’ (সিজন ৫), ‘কিচেন চ্যাম্পিয়ন’ (সিজন ৫)-এর মতো রিয়ালিটি শো-তেও অংশ নিয়েছিলেন তিনি।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?










