
কাকপক্ষীও টের পাননি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রেম করছেন। তারপরই দুম করে বলিউডে পড়ল বোমা। কঠোর নিরাপত্তায়, গোপনীয়তা বজার রেখে সাত পাকে বাঁধা পড়লেন ক্যাট ও ভিকি। তবে জানেন কি, ক্যাটরিনার আগে কার প্রেমে পড়েছিলেন ভিকি কৌশল?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ২০২১ সালের ডিসেম্বর মাসে জমজমাট বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সে বছরই এক ফিল্মি অ্য়াওয়ার্ড পেয়েছিলেন ভিকি। সেই পুরস্কারের সূত্র ধরেই সামনে এসেছে ভিকির গোপন প্রেমের কথা। কে সেই প্রেমিকা?
একসময় রাধিকা মাদান সঙ্গে নাম জুড়েছিল ভিকি কৌশলের। এই জুটিকে নাকি মুম্বইয়ের রাস্তাঘাটে নানা সময়ই দেখা যেত। তবে প্রকাশ্যে তাঁরা বলতেন, উই আর জাস্ট ফ্রেন্ড। ঠিক এই সময়ই রাধিকার শোকেসে ধরা পড়ল ২০২১ সালে ভিকি কৌশলের পাওয়া সেই পুরস্কার।
এই গোপন তথ্যটি সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন ফারহা খান। তাঁর চোখে নাকি পড়েছিলেন রাধিকার বাড়িতে রাখা ভিকির সেই অ্যাওয়ার্ড। আর ফারহার সেই মন্তব্য থেকেই রটে গিয়েছে, ক্যাটরিনার জন্যই নাকি রাধিকা ও ভিকির প্রেম টেকেনি। রাধিকাই নাকি চুপচাপ সরে এসেছিলেন। তবে এই নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি রাধিকার তরফ থেকে। চুপ রয়েছেন ভিকিও। হঠাৎ করে বলিপাড়ায় পুরনো খবর রটতেই, গুঞ্জনপাড়া বলছে তাহলে কি এবার পুরনো প্রেম ফিরবে? ক্যাটরিনার সংসারে সতীন এল!