Abhishek Banerjee: একের পর এক পুশআপ, অভিষেককে দেখুন শুধু এই ভিডিয়োয়

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 05, 2025 | 1:18 PM

আর মঙ্গলবার অভিষেককে দেখা গেল পুশআপ করতে। শুধু পুশআপ করলেন না সবাইকে ছাপিয়ে চলে গেলেন। একের পর এক পুশআপ অভিষেকের। বোঝালেন রাজনীতির ময়দানের পাশাপাশি কতটা শরীরচর্চায় সচ্ছল তিনি। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিয়ো...

সকাল থেকে রাত, একাধিক কর্মসূচি। মিটিং-মিছিল-সভা চলছে। তার মধ্যেও কিন্তু ফিটনেস মাস্ট। ঠিক যেমনটা ফিট রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের ফিটনেস ট্রেনিংয়ে বরাবরই জোর দেন তৃণমূল সাংসদ। মাঝে মধ্যেই জিমের ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে। আর মঙ্গলবার অভিষেককে দেখা গেল পুশআপ করতে। শুধু পুশআপ করলেন না সবাইকে ছাপিয়ে চলে গেলেন। একের পর এক পুশআপ অভিষেকের। বোঝালেন রাজনীতির ময়দানের পাশাপাশি কতটা শরীরচর্চায় সচ্ছল তিনি। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিয়ো…