দেখুন কীভাবে উড়ছে আইএস-এর পতাকা, এটা কি একদিনের প্ল্যান নাকি…?
দেখা যাচ্ছে, প্রচুর মানুষের সমাবেশ। আর তারই মাঝে উড়ছে আইএস-এর পতাকা। এমনকী হিজবুল তাহিরির পতাকাও দেখা যাচ্ছে সেখানে। এরই মধ্যে মেঘালয় সীমান্তে বাংলাদেশি জঙ্গি সন্দেহে দুজনকে নিকেশ করা হয়েছে। প্রশ্ন উঠছে, এই পরিকল্পনা কি একদিনের? নাকি ১০-১২ বছর ধরে প্ল্যানিং করা হয়েছে।
হাদির মৃত্যুর পর বাংলাদেশে গত কয়েকদিন ধরে যা চলছে, তার কড়া নিন্দা করেছে ভারত। ইতিমধ্যেই বাংলাদেশকে বার্তা দেওয়া হয়েছে দিল্লির তরফে। দীপু দাসের হত্যার ঘটনায় বিক্ষোভের ঝড় ভারতে। এরই মধ্যে সামনে এল বাংলাদেশের একটি চাঞ্চল্য়কর ছবি। জঙ্গি যোগ নিয়ে সন্দেহ আগে থেকেই ছিল, এবার সামনে এসে গেল ছবি। দেখা যাচ্ছে, প্রচুর মানুষের সমাবেশ। আর তারই মাঝে উড়ছে আইএস-এর পতাকা। এমনকী হিজবুল তাহিরির পতাকাও দেখা যাচ্ছে সেখানে। এরই মধ্যে মেঘালয় সীমান্তে বাংলাদেশি জঙ্গি সন্দেহে দুজনকে নিকেশ করা হয়েছে। প্রশ্ন উঠছে, এই পরিকল্পনা কি একদিনের? নাকি ১০-১২ বছর ধরে প্ল্যানিং করা হয়েছে।