Jungle Safari:সস্তায় জঙ্গল ঘুরতে চান?

Nandan Paul |

Dec 19, 2023 | 1:17 PM

Jungle Safari: জিপসিতে জঙ্গল সাফারি এবার আরও সস্তা। এবার জঙ্গল সাফারিতে যে জিপসি ব্যবহৃত হবে, তা শেয়ার করা যাবে। খরচ যাবে অনেকটা কমে।

Follow Us

ঘুরতে গেলে খরচ মাথায় রাখতে হয়। বাজেট থাকে। সেই বাজেট কখনও কখনও ছাড়িয়েও যায়। কিন্তু কখনও কখনও এমন ঘটে, যখন বাজেট ছাড়িয়ে চলে যায় হিসেবের অনেকটা বাইরে। তাই পর্যটকদের কথা ভেবে এবার শীতে ডুয়ার্সে নয়া ভাবনা। জিপসিতে জঙ্গল সাফারি এবার আরও সস্তা। কারণ, এতদিন জিপসিতে ঘুরতে গেলে-সে আপনি ৫জন হোন বা ২জন। একটা গাড়ি আপনাকে বুক করতে হবে। কোনও শেয়ারের ব্যবস্থা ছিল না। তাতে জঙ্গল সাফারি বাড়ে কয়েকগুণ। এবার জঙ্গল সাফারিতে যে জিপসি ব্যবহৃত হবে, তা শেয়ার করা যাবে। ফলে খরচ যাবে অনেকটা কমে। উদ্যোগ নিয়েছে নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ডুয়ার্স পর্যটন শাখা। শেয়ার করলে কী হবে গাড়ির রেটচার্ট দেখে নিন একনজরে-

চাপরামারির খরচ পড়বে মাথাপিছু ২২৫ টাকা

যাত্রা প্রসাদ নজরমিনার মাথাপিছু ২১০ টাকা

জঙ্গল সাফারি মাথাপিছু ৩৬০ টাকা

গাড়ি বুক করে যদি আশেপাশের কোনও জায়গায় যেতে চান আশেপাশের জায়গায়। তারও রেটচার্ট দেওয়া হল-

সেভেন পয়েন্ট মাথাপিছু ৫০০

লাভা,রিশপ,ডেলো মাথাপিছু ৭৫০

জলদাপাড়া,দক্ষিণ খয়েরবাড়ি, মাথাপিছু ৬৫০ টাকা

সামনেই বড়দিন। তারপর বর্ষবরণ। উত্তরবঙ্গে বাড়ে ভিড়। পকেট যাতে হাল্কা না হয়। বাজেট যেন ছাপিয়ে না যায়। পর্যটকরা যেন ফুরফুরে মেজাজে জল-জঙ্গল-পাহাড় ঘুরতে পারে। সেই কথাই মাথায় রাখছে ডুয়ার্সের পর্যটনব্যবসায়ীরা।

ঘুরতে গেলে খরচ মাথায় রাখতে হয়। বাজেট থাকে। সেই বাজেট কখনও কখনও ছাড়িয়েও যায়। কিন্তু কখনও কখনও এমন ঘটে, যখন বাজেট ছাড়িয়ে চলে যায় হিসেবের অনেকটা বাইরে। তাই পর্যটকদের কথা ভেবে এবার শীতে ডুয়ার্সে নয়া ভাবনা। জিপসিতে জঙ্গল সাফারি এবার আরও সস্তা। কারণ, এতদিন জিপসিতে ঘুরতে গেলে-সে আপনি ৫জন হোন বা ২জন। একটা গাড়ি আপনাকে বুক করতে হবে। কোনও শেয়ারের ব্যবস্থা ছিল না। তাতে জঙ্গল সাফারি বাড়ে কয়েকগুণ। এবার জঙ্গল সাফারিতে যে জিপসি ব্যবহৃত হবে, তা শেয়ার করা যাবে। ফলে খরচ যাবে অনেকটা কমে। উদ্যোগ নিয়েছে নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ডুয়ার্স পর্যটন শাখা। শেয়ার করলে কী হবে গাড়ির রেটচার্ট দেখে নিন একনজরে-

চাপরামারির খরচ পড়বে মাথাপিছু ২২৫ টাকা

যাত্রা প্রসাদ নজরমিনার মাথাপিছু ২১০ টাকা

জঙ্গল সাফারি মাথাপিছু ৩৬০ টাকা

গাড়ি বুক করে যদি আশেপাশের কোনও জায়গায় যেতে চান আশেপাশের জায়গায়। তারও রেটচার্ট দেওয়া হল-

সেভেন পয়েন্ট মাথাপিছু ৫০০

লাভা,রিশপ,ডেলো মাথাপিছু ৭৫০

জলদাপাড়া,দক্ষিণ খয়েরবাড়ি, মাথাপিছু ৬৫০ টাকা

সামনেই বড়দিন। তারপর বর্ষবরণ। উত্তরবঙ্গে বাড়ে ভিড়। পকেট যাতে হাল্কা না হয়। বাজেট যেন ছাপিয়ে না যায়। পর্যটকরা যেন ফুরফুরে মেজাজে জল-জঙ্গল-পাহাড় ঘুরতে পারে। সেই কথাই মাথায় রাখছে ডুয়ার্সের পর্যটনব্যবসায়ীরা।

Next Video