Rank | Country | ||||
---|---|---|---|---|---|
71 | IND | 0 | 1 | 5 | 6 |
1 | USA | 40 | 44 | 42 | 126 |
2 | CHN | 40 | 27 | 24 | 91 |
3 | JPN | 20 | 12 | 13 | 45 |
4 | AUS | 18 | 19 | 16 | 53 |
5 | FRA | 16 | 26 | 22 | 64 |
6 | NED | 15 | 7 | 12 | 34 |
প্যারিস অলিম্পিকে ভারতীয়রা
ভারতের পদকের ইতিহাস
ফ্রান্সের প্যারিস শহরে হতে চলেছে ৩৩তম অলিম্পিক। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ বলা হয় অলিম্পিককে। সেরার মঞ্চে তারকারা নামবেন ২৬ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত। ১৯০০ সালে প্রথমবার প্যারিসে বসেছিল অলিম্পিকের আসর। ১৯২৪ সালে শেষবার অলিম্পিক হয়েছিল প্যারিসে। ১০০ বছর পর আবার ওই শহরে হতে চলেছে অলিম্পিক। আর তাই উন্মাদনা তুঙ্গে। আর সেই নিরিখে এক আশ্চর্য রেকর্ড করতে চলেছে প্যারিস। যা লন্ডন ছাড়া আর কারও নেই। মোট তিনবার অলিম্পিকের আয়োজক হওয়ার গরিমা বিশ্বের আর কোনও শহরের নেই। প্যারিস অলিম্পিকে ৩২৯টা ইভেন্ট দেখা যাবে। ১৯ দিনের এই টুর্নামেন্টে ৩২টা খেলাকে দেওয়া হয়েছে জায়গা। মোট ১০ হাজার ৫০০ অ্যাথলিট অংশ নেবেন প্যারিস অলিম্পিকে। এই গেমস আয়োজন করার জন্য অনুমানিক ৮১ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে।
প্য়ারিস অলিম্পিক ২০২৪ নিয়ে প্রশ্ন-উত্তর
প্রশ্ন- অলিম্পিকের আসর এ বার কোথায় বসছে?
উত্তর- এ বার অলিম্পিকের আসর বসতে চলেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। তার বাইরেও কিন্তু ফ্রান্সের আরও ১৬টা আলাদা শহরে গেমসের নানা ইভেন্ট আয়োজন করা হবে।
প্রশ্ন- প্যারিস অলিম্পিক কবে শুরু?
উত্তর – – প্যারিস অলিম্পিক শুরু ২৬ জুলাই থেকে। চলবে ১১ অগাস্ট পর্যন্ত।
প্রশ্ন- প্যারিসে এর আগে কবে কবে অলিম্পিক আয়োজন হয়েছে?
উত্তর – ১৯০০ সালে প্রথমবার অলিম্পিকের আসর বসেছিল প্যারিসে। ১৯২৪ সালে আবার আয়োজক হয়েছিল প্যারিস। ১০০ বছর পর আবার প্যারিসে ফিরতে চলেছে অলিম্পিক। এই তৃতীয়বার গেমসের আয়োজক প্যারিস।
প্রশ্ন- প্যারিস অলিম্পিকে কতগুলো ইভেন্ট দেখা যাবে?
উত্তর – ৩২টা খেলার ৩২৯টা মেডেল ইভেন্ট হবে প্যারিস অলিম্পিকে। মোট ১০ হাজার ৫০০ অ্যাথলিট অংশ নেবেন গেমসে।
প্রশ্ন- প্যারিস অলিম্পিকের বাজেট কত?
উত্তর – আনুমানিক ৬০ হাজার কোটি টাকা খরচ বাজেট অলিম্পিকের।