প্যারিস অলিম্পিক
গ্রেটেস্ট শো অন আর্থ। অলিম্পিক গেমসকে এই নামেই ডাকা হয়। এ বারের অলিম্পিক প্যারিসে। বিশ্বের নানা প্রান্তে চার বছর ধরে অ্যাথলিটরা প্রত্যাশায় থাকেন অলিম্পিকের। সকলেরই সুযোগ মিলবে তা নয়। প্রস্তুতিতে কোনও খামতি থাকে না। অ্যাথলিটদের কাছে এটাই সেরা সুযোগ নায়ক হয়ে ওঠার। একই প্রত্যাশায় এ বারও অ্যাথলিটরা পা রাখবেন প্যারিসে। প্রায় ১৯৬টি দেশের ১০ হাজারের উপর অ্যাথলিট অংশ নেবেন প্যারিসে। অলিম্পিকের আসরে ভারতের সেরা সাফল্য এসেছিল গত সংস্করণে। টোকিও অলিম্পিকে সাতটি পদক জিতেছিল ভারত। এ বার সেই সংখ্যা ছাপিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য। সম্ভাবনাও যথেষ্ট। ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় এবং প্রথম ভারতীয় হিসেবে টোকিওতে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জয়ের রেকর্ড গড়েছেন নীরজ চোপড়া।