আইপিএল 2024
আইপিএল 2024 পয়েন্ট টেবল
সম্পূর্ণ টেবিল2 | Ruturaj Gaikwad | 583 | |
3 | Riyan Parag | 573 | |
4 | Travis Head | 567 | |
5 | Sanju Samson | 531 |
2 | Varun Chakravarthy | 21 | |
3 | Jasprit Bumrah | 20 | |
4 | T Natarajan | 19 | |
5 | Harshit Rana | 19 |
2 | Jasprit Bumrah | 5/21 | |
3 | Yash Thakur | 5/30 | |
4 | T Natarajan | 4/19 | |
5 | Tushar Deshpande | 4/27 |
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দুনিয়ার সবচেয়ে বড় ক্রিকেট লিগ। এই লিগের আত্মপ্রকাশ হয়েছিল ২০০৮ সালে। যেখানে মোট ১০টা টিম অংশ নেয়। এই টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স টিম খেলে। আইপিএলের প্রথম মরসুমে রাজস্থান রয়্যালস জিতেছিল। শেন ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসকে ৩ উইকেটে হারিয়েছিল। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দুটো দলই ৫-৫ বার করে আইপিএল জিতেছে। কলকাতা নাইট রাইডার্স ২ বার, সানরাইজার্স হায়দরাবাদ এক বার এবং ডেকান চার্জার্সও এক বার আইপিএল জিতেছিল।
প্রশ্ন - আইপিএলের প্রথম ফাইনাল কোথায় হয়েছিল?
উত্তর :- আইপিএলের প্রথম ফাইনাল নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে চেন্নাই ও রাজস্থানের মধ্যে হয়েছিল।
প্রশ্ন - আইপিএলে সবচেয়ে বেশি শতরান কে করেছেন
উত্তর :- আইপিএলে সবচেয়ে বেশি শতরান বিরাট কোহলির নামে রয়েছে। তিনি মোট ৮টি সেঞ্চুরি করেছেন।
প্রশ্ন - কোন দল সবচেয়ে বেশি বার আইপিএল ফাইনাল খেলেছে?
উত্তর :- চেন্নাই সুপার কিংস সবচেয়ে বেশি ১০ বার আইপিএল ফাইনাল খেলেছে।