MS Dhoni, IPL: এবারই শেষ আইপিএল? ধোনিকে নিয়ে বড় মন্তব্য ঘনিষ্ঠ বন্ধুর!
Mahendra Singh Dhoni, Chennai Super Kings: ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। কিন্তু আইপিএলে প্রতি মরসুমে খেলে চলেছেন ধোনি। চেন্নাই সুপার কিংসকে দিয়েছেন ট্রফিও। খারাপ সময়ে হাল ধরেছেন। নতুন প্রজন্ম তৈরি করেছেন। এই ধোনি যে টিমের অবিচ্ছেদ অংশ, সন্দেহ নেই। তাই থেকে যাবেন, যতদিন থাকবে হলুদ জার্সি।

কলকাতা: ২০০৮ সাল থেকে শুরু। এখনও তাঁকে বাদ দিয়ে ভাবা যায় না আইপিএল। গত মরসুমেও খেলেছেন। তবে স্বমহিমায় দেখা যায়নি। কিন্তু অতীত হয়ে যাননি। আরও একবার আইপিএলে খেলতে দেখা যাবে। তবে কেউ কেউ মনে করছেন, এই আইপিএলেই শেষবার খেলবেন। এরপর পাকাপাকি অবসরে চলে যাবেন মহেন্দ্র সিং ধোনি। ৪৩ বছরের ক্রিকেটার নিজে অবশ্য এ নিয়ে মুখ খোলেননি। কিন্তু তাঁর ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হচ্ছে, এবার পাকাপাকি গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিতে চলেছেন এমএসডি।
ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। কিন্তু আইপিএলে প্রতি মরসুমে খেলে চলেছেন ধোনি। চেন্নাই সুপার কিংসকে দিয়েছেন ট্রফিও। খারাপ সময়ে হাল ধরেছেন। নতুন প্রজন্ম তৈরি করেছেন। এই ধোনি যে টিমের অবিচ্ছেদ অংশ, সন্দেহ নেই। তাই থেকে যাবেন, যতদিন থাকবে হলুদ জার্সি। ধোনির সঙ্গে অন্যদের ফারাক, আইপিএলকে কখনওই হালকা নেননি তিনি। নিজেকে তৈরি করেই নেমেছেন মাঠে। এবারও তার ব্যতিক্রম নয়। ঝাড়খণ্ডের ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়মিত ট্রেনিং করেছেন গত তিন মাস। তৈরি হয়েই আবার নামবেন মাঠে। তবে ধোনিও যে সামনের দিকে তাকাচ্ছেন, দলকে রেখে যেতে চান সেরা জায়গায়, তা এ বারের মিনি নিলামে প্রমাণিত হয়ে গিয়েছে। ১৯ বছরের প্রশান্ত বীর, ২০ বছরের কার্তিক শর্মাকে তুলেছেন নিলাম থেকে। একজন উইকেটকিপার, অন্যজন স্পিনার অলরাউন্ডার। নিজের তো বটেই, রবীন্দ্র জাডেজার অভাব যাতে মেটাতে পারেন, সেই চেষ্টাই করেছেন ধোনি।
তা হলে কি এ বারই অবসর নিচ্ছেন? ধোনির ঘনিষ্ঠ বন্ধু রবীন উত্থাপ্পা বলেছেন, ‘আমার মনে হয় এটা এ বার স্পষ্ট পড়া যাচ্ছে। এটাই ধোনির শেষ মরসুম হতে চলেছে। আর একটা মরসুম ধোনি খেলবে কিনা, তা নিয়ে আর জল্পনার দরকার নেই। এই মরসুমেই শেষ হবে। আমার মনে হয়, নিলামে যুব ক্রিকেটারদের দিকে ফোকাসই উত্তর দিয়ে দিচ্ছে সব কিছুর। চেন্নাই প্রতিভা খোঁজার পাশাপাশি তাদের সামনে এগিয়ে দিচ্ছে। এগুলোই প্রমাণ।
