AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: এপ্রিলের শেষে ঘুরে দাঁড়াচ্ছে বাজার, আজ ১,০০০-এর বেশি বাড়ল নিফটির এই সূচক

Nifty 50-Sensex: আজ ৩৪২ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ৩৮৫ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্স। ৪২২ পয়েন্ট বেড়েছে নিফটি মিডক্যাপ ১০০ সূচক। ৩৯৭ পয়েন্ট বেড়েছে বিএসই স্মলক্যাপ সূচক।

Share Market News: এপ্রিলের শেষে ঘুরে দাঁড়াচ্ছে বাজার, আজ ১,০০০-এর বেশি বাড়ল নিফটির এই সূচক
| Updated on: Apr 22, 2025 | 6:55 PM
Share

আজ ২২ এপ্রিল। ৪১ পয়েন্ট বেড়েছে নিফটি ৫০ সূচক। ১৮৭ পয়েন্ট বেড়েছে দেশের আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স।

আজ ৩৪২ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ৩৮৫ পয়েন্ট বেড়েছে বিএসই ব্যাঙ্কেক্স। ৪২২ পয়েন্ট বেড়েছে নিফটি মিডক্যাপ ১০০ সূচক। ৩৯৭ পয়েন্ট বেড়েছে বিএসই স্মলক্যাপ সূচক।

ভারতের বাজারের এই ভাল সময়ের মধ্যেও কমেছে কয়েকটি সেক্টোরিয়াল সূচক। ১৯৪ পয়েন্ট পড়েছে নিফটি আইটি। ১৩ পয়েন্ট পড়েছে নিফটি কমোডিটিস।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে মানাকশিয়া স্টিল, কান্ট্রি কন্ডো’স, এগ্রি-টেক ইন্ডিয়া, কোহিনূর ফুডস, অঞ্জনি পোর্টল্যান্ড সিমেন্ট।

আজ পড়ল যারা:

আজ পড়েছে একাধিক শেয়ারের দাম। এর মধ্যে রয়েছে জিএনএ অ্যাক্সেলস, জিন্দাল ড্রিলিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট, আর্কিডপ্লাই ডেকর, সাংভি মুভার্সের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে সঙ্গিনীতা কেমিক্যালস ও হুতামাকি ইন্ডিয়া।
  • আজ বার্ষিক ফলাফল প্রকাশ করেছে ইনফোলিয়ন রিসার্চ, জয়শ্রী কেমিক্যালস, হ্যাভেলস ইন্ডিয়া, এইচসিএল টেকনোলজিস, সেলা স্পেস, মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল, ডেল্টা কর্প, বর্ধমান স্টিল, সিডিজি পেটকেম, জেএমজে ফিনটেক এবং এইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক।
  • বার্ষিক ফলাফলের সঙ্গে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে টাটা কমিউনিকেশন, চয়েস ইন্টারন্যাশনাল লিমিটেড, সিস্ত্রো টেলিলিঙ্ক, হ্যাথওয়ে কেবল, সম্পন উৎপাদন, সাইয়েন্ট ডিএলএম এবং ওয়ারি এনার্জিস।
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আভাস ফাইন্যান্সার্স, লরাস ল্যাবস, জেকে সিমেন্ট, ইউপিএল, বাজাজ ফাইন্যান্স, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ভারতী হেক্সাকম, ইন্টারগ্লোব এভিয়েশন, কৃষ্ণা ইন্সটিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস, আইখার মোটরস, চম্বল ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস, এসআরএফ ও বিএসই।
  • কোনও সংস্থাই আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছোঁয়নি।

*২২ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।