Mandir-Masjid Politics: শ্রীকৃষ্ণের মন্দির করবেন জাকির, বানাবেন মসজিদও!
Murshidabad: জাকির হোসেন বলছেন, “ভোটের পর হবে। অনেকেই চায় একটা ভাল মন্দির হোক, একটা ভাল মন্দির হোক। ভোটের আগে ট্রাস্ট তৈরি হয়ে যাবে। ভোটের পরে কাজ হবে।” রাজ্যে কর্মসংস্থান নেই, সেদিক থেকে নজর ঘোরাতেই এখন ধর্মের অস্ত্র, কটাক্ষ বিজেপির।
২০২৬-এর আগে ধর্মঅস্ত্রে শান। মুর্শিদাবাদে এবার মন্দির মসজিদ দুই বানানো হবে বলে জানালেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। শ্রীকৃষ্ণের মন্দির করবেন জাকির, সেখানে থাকবে গীতা। বানাবেন মসজিদও, সেখানে থাকবে কোরান। এলাকায় ধর্মী উপাসনালয়ের অভাব পূরণ করতেই এই উদ্যোগ বলে জানাচ্ছেন তৃণমূল বিধায়ক। তবে পাল্টা কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। রাজ্যে কর্মসংস্থান নেই, সেদিক থেকে নজর ঘোরাতেই এখন ধর্মের অস্ত্র, কটাক্ষ বিজেপির। তবে জাকির হোসেন বলছেন, “ভোটের পর হবে। অনেকেই চায় একটা ভাল মন্দির হোক, একটা ভাল মন্দির হোক। ভোটের আগে ট্রাস্ট তৈরি হয়ে যাবে। ভোটের পরে কাজ হবে।”

