AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তৃণমূল কংগ্রেস

তৃণমূল কংগ্রেস

বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে মমতার হাতে তৈরি এই দল। প্রতিষ্ঠা হয় ১৯৯৮ সালে। বাংলায় দীর্ঘদিন বামেদের বিরুদ্ধে লড়াই। তার মধ্যে উল্লেখযোগ্য নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলন। শেষে ২০১১ সালে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল। ৩৪ বছরের বাম দুর্গ ভেঙে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ সাল এবং ২০২১ সাল, দু’বারই ব্যাপক জনমত নিয়ে বাংলার ক্ষমতায় মমতার দল। তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার বাইরেও ক্ষমতা বিস্তারের চেষ্টা চালাচ্ছে তৃণমূল। তবে গোয়া, ত্রিপুরায় ভোট ময়দানে নেমেও হোঁচট খেতে হয়েছে। সর্বভারতীয় দলের তকমাও হারিয়েছে তৃণমূল।

Read More

SIR in Birbhum: জেলায় বাদ প্রায় ২ লক্ষ নাম, ভোটে ঘুরে যাবে খেলা? কী মনে করছেন অনুব্রত?

Anubrata Mondal: নির্বাচন কমিশনের তথ্য় বলছে গোটা রাজ্যজুড়ে বাদ গিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। অনেক জেলাতেই ২ লাখের কাছাকাছি নাম বাদ গিয়েছে। অন্যদিকে ২০০২ সালের সঙ্গে ম্যাপিং না হওয়াতেও একটা বড় অংশের ভোটারকে ডাকা হচ্ছে হিয়ারিংয়ে।

Trinamool Congress: ৪০০ কর্মীর যোগদান ঘিরে প্রকাশ্যে জেলা সভাপতি বনাম বিধায়ক দ্বন্দ্ব, ভোটের আগে ফের কোন্দল কাঁটা তৃণমূলে?

TMC in Bankura: সোমবার সন্ধ্যায় দেশড়া কোয়ালপাড়া এলাকায় একটি পথসভা ছিল তৃণমূলের। সেখানেই বেশ কিছুজনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। পরবর্তীতে দাবি করেন, রাজ্যজুড়ে চলা উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে বিজেপি সহ একাধিক বিরোধী দল থেকে কর্মীরা তৃণমূলে এসেছেন ১০০টি পরিবার থেকে প্রায় ৪০০ জন এসেছেন।

BJP-TMC: ঘাটালে তৃণমূলে ভাঙন, ভোটের আগে কতটা শক্তি বাড়ল বিজেপির?

Ghatal: তবে নিচুতলার এই দলবদলকে বিশেষ পাত্তা দিতে নারাজ ঘাটাল ব্লকের তৃণমূল নেতারা। ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলছেন, বিজেপি আসলে ফিনিস হয়ে গিয়েছে। এখন সাজানো নাটক করছে। অন্যদিকে বিজেপিতে যোগদানকারীরা আবার তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন।

TMC-BJP: ভোটের আগে ধাক্কা তৃণমূলে! জ্যোতিপ্রিয়র ছায়াসঙ্গী যাচ্ছেন বিজেপিতে, দল ছাড়ছেন কাউন্সিলরও

BJP: কিন্তু কেন আচমকা এই সিদ্ধান্ত? একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী। তাঁর দাবি, দীর্ঘদিন থেকেই দলে কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছেন। জন প্রতিনিধি হিসাবে কোনও কাজই করতে পারছেন না।

Bhola Ghosh: ভোলা ঘোষকে খুনের চেষ্টায় ধৃত শাহাজাহান ঘনিষ্ঠ-সহ ২, রেখা বলছেন ‘বড় মাথার’ কথা

Sheikh Shahjahan: সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রের দাবি, ঘটনার পিছনে অনেক বড় মাথা রয়েছে। আসলে তাঁদেরই আড়াল করা হচ্ছে। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে সুর চড়িয়ে তিনি বলছেন, “যে ট্রাক চাপা দিয়ে পালিয়ে গেল তাঁকে তো পুলিশ এখনও গ্রেফতার করতে পারল না।”

Kunal Ghosh: যুবভারতীর বিশৃঙ্খলার জন্য কাকে দায়ী করলেন কুণাল ঘোষ?

Messi in Kolkata: কুণালের স্পষ্ট প্রশ্ন, “কেন মেসিকে ঘিরে থাকল হ্যাংলামির ভিড়? কেন স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে একা এগিয়ে রাখা হল না? কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হল?” তবে শাসক শিবিরের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়ছে না বিরোধীরা।

Messi in Kolkata: ‘একদল চোর, আর চোরদের বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডরা মেসিকে ঘিরে রেখে দিল’, সুর চড়াচ্ছে বিরোধীরা

Lionel Messi in Kolkata: গোটা মাঠেই কার্যত তাণ্ডব চলেছে। ভেঙে ফেলা হয়েছে তোরণ, ভেঙে ফেলা হয়েছে চেয়ার। কিন্তু চূড়ান্ত অব্যবস্থার দায় কার? প্রশ্ন ঘুরছে। তোপ দেগেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বলছেন, “যাঁরা বোতল ছুঁড়েছে তাঁরাও তৃণমূল। আমার কাছে এমনই খবর আছে।”

TMC e-Cigarette Controversy: ই-সিগারেটে তৃণমূল সাংসদের সুখটান নিয়ে অভিযোগ দায়ের অনুরাগের, কীর্তি বললেন, ‘অনেকে করেন..’

Parliament TMC-BJP: ২০১৯ সালের ই-সিগারেট  নিষিদ্ধ আইনের অধীনে এই ধরনের সিগারেট রাখা বা সেবন করা দণ্ডনীয় অপরাধ। ২০১৯ সালের আইন আসার আগেও সংসদের অন্দরে ধূমপান নিষিদ্ধ ছিল। তাই ওই তৃণমূল সাংসদের বিরুদ্ধে যেন অবিলম্বে পদক্ষেপ করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তার আর্জি জানিয়েছেন অনুরাগ। 

BJP’s Short Film: তৃণমূল বিরোধী প্রচারে হাতিয়ার শর্ট ফিল্ম! ভোটের আগে ঘরে ঘরে পৌঁছে দেবে বিজেপি

BJP vs TMC: ‘ভয়’- এই নামেই এই শর্ট ফিল্ম এদিন সামনে আনে বিজেপি। কিভাবে অনুপ্রবেশকারী হাতে ভোটার কার্ড পৌঁছে যাচ্ছে, তারপর তা নিয়েই কিভাবে সেই অনুপ্রবেশকারীরা এপার বাংলার মানুষের উপর চড়াও হচ্ছে, নারী নির্যাতন করছে, পুজো বন্ধের চেষ্টা করছে সবই উঠে এসেছে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিতে।

Rajanya Haldar: ‘লেটস চেঞ্জ’! ফুলবদল করছেন প্রান্তিক-রাজন্যা? যুগল বললেন, ‘সময়ের চাহিদা’

Rajanya Haldar TMC: অবশ্য, তখন বিজেপিতে যাওয়ার প্রসঙ্গকে 'অপ্রাসঙ্গিক' বলে এড়িয়ে গিয়েছিলেন দু'জনেই। তা হলে কি এবার সেই প্রশ্নই নতুন করে প্রাসঙ্গিক হতে চলেছে। সূত্রের খবর, আজই তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিতে পারেন দু'জনে। তাঁদের সঙ্গেই গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা আরও কয়েক জন ছাত্রনেতার।