তৃণমূল কংগ্রেস
বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে মমতার হাতে তৈরি এই দল। প্রতিষ্ঠা হয় ১৯৯৮ সালে। বাংলায় দীর্ঘদিন বামেদের বিরুদ্ধে লড়াই। তার মধ্যে উল্লেখযোগ্য নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলন। শেষে ২০১১ সালে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল। ৩৪ বছরের বাম দুর্গ ভেঙে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ সাল এবং ২০২১ সাল, দু’বারই ব্যাপক জনমত নিয়ে বাংলার ক্ষমতায় মমতার দল। তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার বাইরেও ক্ষমতা বিস্তারের চেষ্টা চালাচ্ছে তৃণমূল। তবে গোয়া, ত্রিপুরায় ভোট ময়দানে নেমেও হোঁচট খেতে হয়েছে। সর্বভারতীয় দলের তকমাও হারিয়েছে তৃণমূল।