AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তৃণমূল কংগ্রেস

তৃণমূল কংগ্রেস

বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে মমতার হাতে তৈরি এই দল। প্রতিষ্ঠা হয় ১৯৯৮ সালে। বাংলায় দীর্ঘদিন বামেদের বিরুদ্ধে লড়াই। তার মধ্যে উল্লেখযোগ্য নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলন। শেষে ২০১১ সালে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল। ৩৪ বছরের বাম দুর্গ ভেঙে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ সাল এবং ২০২১ সাল, দু’বারই ব্যাপক জনমত নিয়ে বাংলার ক্ষমতায় মমতার দল। তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার বাইরেও ক্ষমতা বিস্তারের চেষ্টা চালাচ্ছে তৃণমূল। তবে গোয়া, ত্রিপুরায় ভোট ময়দানে নেমেও হোঁচট খেতে হয়েছে। সর্বভারতীয় দলের তকমাও হারিয়েছে তৃণমূল।

Read More

Purba Medinipur: মমতার সঙ্গে শুভেন্দুর নামে স্লোগান, মঞ্চ থেকে কী বললেন তৃণমূল নেতা? শোরগোল পূর্ব মেদিনীপুরে

TMC leader gives slogan for Suvendu Adhikari: তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "আমার মনে হয় শুভেন্দু অধিকারী মুর্দাবাদ বলতে গিয়েছিলেন। কিন্তু, যেহেতু এতদিন শুভেন্দুবাবু তৃণমূল করতেন, তাই হয়তো মুখ ফস্কে জিন্দাবাদ বলে ফেলেছেন। তবে কোন প্রেক্ষিতে তরুণ জানা এটা বলেছেন, তা তিনিই বলতে পারবেন।"

Barasat: টাকার পাহাড়ের সামনে বসে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

Allegation against TMC leader: বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তাপস মিত্র বলেন, "গিয়াসউদ্দিন মণ্ডল একজন জমি মাফিয়া। এইসব চোর, মাফিয়াদের নিয়েই তৃণমূল দলটা চলছে। এবং পশ্চিমবঙ্গকে কীভাবে লুট করছে, এই ঘটনা তার প্রমাণ। তৃণমূল কংগ্রেসের নেতারা এখন সমতলে থাকতে ভালবাসেন না। যেখানেই দেখেন পাহাড়, টাকার পাহাড় সেখানেই থাকেন।"

Bhangarh Tension: ফের তপ্ত ভাঙড়, মমতা-অভিষেকের বার্তা তৃণমূল নেতাদের কানে যাচ্ছে না?

Bhangarh: ভাঙড় দু’ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষের বাড়িতে হামলার ঘটনার পরেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আক্রান্ত নেতার বাড়ির সামনে নতুন করে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। তাঁদের হস্তক্ষেপেই শেষ পর্যন্ত কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

BJP vs TMC: মমতাকে নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ শুভেন্দুর, কী বলছেন শশী পাঁজা?

Sashi on Suvendu: সুর চড়িয়েছেন শশী পাঁজা। পাল্টা আক্রমণ শানিয়ে তিনি বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বিজেপি ওই আক্রমণেই রয়ে গেল। কখনও ব্যক্তিগত, কখনও রাজনৈতিক আক্রমণের চেষ্টা। ওই এক কথা বলে যাচ্ছে। কিন্তু একটাও উন্নয়নের কথা নেই। মানুষের পাশে দাঁড়ানোর কথা নেই।”

BJP: মোরাম রাস্তাতেও দুর্নীতি? তৃণমূল নয়, ভোটের আগে উত্তরবঙ্গে বেকায়দায় বিজেপি

BJP in North Bengal: রাজ্যজুড়ে ওঠা বিভিন্ন দুর্নীতির ইস্যুতে যখন লাগাতার তৃণমূলকে বিঁধছে বিজেপি তখন যেন উলটপুরান হলদিবাড়িতে। বিজেপির হাতে রয়েছে ১৪ আসনের পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও তৃণমূল উভয়েই ৭টি করে আসন পায়। পরে টসে জিতে বিজেপি বোর্ড গড়ে। এখানেই ঘটেছে এ ঘটনা।

Bhangar Politics: ফের ভাঙাড়ে ক্ষমতা দখলের লড়াই? শওকত শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক আরাবুল-কাইজারের অনুগামীরা

Bhangar: উন্নয়নের পাঁচালির পর এবার উন্নয়নের সংলাপ কর্মসূচির জন্য বড় থেকে ছোট নেতাদের দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। ভাঙড়ে একপেশে হওয়ে থাকা কাইজার আহমেদ, হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল সহ একাধিক শওকাত বিরোধী গোষ্ঠীর নেতাদের নাম তৃণমূলের লিস্টে প্রকাশ পায়। তারপর থেকেই তা নিয়ে চাপানউতোর।

SIR in Bengal: কোচবিহারে বিএলও-র আকস্মিক মৃত্যু! তৃণমূল কাঠগড়ায় তুলছে SIR-কেই, মানতে নারাজ বিজেপি

BLO Death: বিজেপি নেতা অভিজিৎ বর্মন বলছেন, “যে কোনও মৃত্যুই দুঃখজনক। কিন্তু এসআইআর-এর চাপে মৃত্যু বলে যেটা দাবি করা হচ্ছে সেটা ভিত্তিহীন বলেই আমার মনে হচ্ছে। অস্বাভাবিকভাবে অনেকেরই তো মৃত্যু হচ্ছে। এখন এসআইআর জুড়ে দাবি তোলা যেতেই পারে। কিন্তু, এসআইআরের প্রথম পর্বের কাজ তো শেষ হয়ে গিয়েছে।”

Mausam Benazir Noor: লা মার্টসের ছাত্রী ছিলেন গনি খানের ভাগ্নি, কদ্দূর লেখাপড়া করেছেন বারবার দল বদলানো মৌসম?

Mausum Benazir Noor Educational Qualification: ইতিমধ্যে তৃণমূল থেকে পদত্যাগের চিঠি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন বলে জানান মৌসম। সোমবারই রাজ্যসভা থেকে পদত্যাগ করকে চলেছেন। পার্লামেন্টে গিয়ে চিঠি দিয়ে আসবেন বলে নিজেই জানিয়েছেন। অন্যদিকে ভোটের মুখে মৌসমকে পেয়ে উচ্ছ্বসিত কংগ্রেস।

Abhishek Banerjee: ‘মাত্র ২৫০ টাকা পাই…’, মঞ্চে উঠে বললেন চা শ্রমিক, শুনেই বড় আশ্বাস অভিষেকের

Tea Worker: একটি চিরকুটে ছিল এক চা শ্রমিকের প্রশ্ন। মজুরি বাড়ানোর দাবি জানিয়ে এদিন চিরকুটে লিখেছিলেন তিনি। প্রশ্ন শুনেই তাঁকে মঞ্চে ডেকে নেন অভিষেক। মঞ্চে উঠে একগুচ্ছ অভিযোগ করেন ওই চা শ্রমিক। তিনি বলেন, "দিনে ২৫০ টাকা মজুরি। আমাদের ১৪ দফা দাবি শোনা হচ্ছে না। বাড়ি মিলছে না। ওষুধ নেই।"

West Bengal News Today Live: ভোট আসতেই শুরু দলবদল! এবার মৌসম বেনজির নূর

Breaking News in Bengali Live Updates: শনিবার আলিপুরদুয়ারে সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা নন্দীগ্রামে। এছাড়াও রাজ্যে দিনভর ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের খবরের আপডেট পান টিভি৯ বাংলায়।