Medicine Price: চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলেন, "এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের দেশে যে অসুখগুলি বেশি-বেশি হয়, তার মধ্যে হাঁপানি, হার্টের অসুখ, চোখের অসুখ আছে। সেখানে পাইলোকারপাইন, অ্যাট্রোপিনের মতো ওষুধের দাম বাড়ানো হয়েছে। থ্যালাসেমিয়া আক্রান্ত হতভাগ্য শিশুগুলির তাদের চিকিৎসার গুরুত্বপূর্ণ ওষুধ হল ডিফেরক্সামিন। তার দামও বাড়ানো হল। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ নতুন করে আর ওষুধের দাম বাড়িয়ে গরিব মানুষের কাঁধে নতুন করে বোঝা চাপাবেন না।"